সুনামগঞ্জের জামালগঞ্জে বক শিকারের দায়ে নাজমুল হুদা নামে ৪০ বছর বয়সী এক ব্যক্তির ছয় মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার দিবাগত রাতে অভিযান চালিয়ে আদালতের মাধ্যমে তাকে কারাদণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্ত নাজমুল হুদা উপজেলার ভীমখালী ইউনিয়নের মৌলিনগর গ্রামের আজিজুর রহমানের ছেলে।
জামালগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মোশারফ হোসেন জানান, উপজেলার বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী হোস্টেলের পেছনের জঙ্গলে পাখি শিকার করার খবর পেয়ে রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান সেখানে অভিযান চালায়। সেখানে গিয়ে তিনি ফাঁদ পেতে ১২টি বককে হত্যা করা অবস্থায় দেখতে পান।
এরপর নাজমুল হুদাকে আটক করে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন ২০১২ সালের ৩৮ ধারা অনুযায়ী নাজমুলের ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম আল ইমরান।
বাংলাদেশ সময়: ১৪:৪২:৪৫ ২৬৭ বার পঠিত