মোদীকে রুখতে ভোটের আগেই জোট - মমতা

প্রথম পাতা » আন্তর্জাতিক » মোদীকে রুখতে ভোটের আগেই জোট - মমতা
বৃহস্পতিবার, ১৪ ফেব্রুয়ারী ২০১৯



---

২০১৯ লোকসভা নির্বাচনে কেন্দ্রে শাসকদল যেমন সুর চড়াচ্ছে, তেমনই বিরোধী শিবিরগুলিও মোদী বিরোধিতার পালে হাওয়া দিয়ে চলেছে৷ যার সাম্প্রতিক উদাহরণ যন্তরমন্তরে ধর্ণা মঞ্চ৷ বুধবার দিল্লিতে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের ব়্যালিতে বিরোধী দলনেতাদের উপস্থিতি, আবার রাতে এনসিপি নেতা শরদ পাওয়ারের বাসভবনে নেতা-নেত্রীদের বৈঠক, আর এই নিয়েই গুঞ্জন রাজনীতির অন্দরমহলে৷

শরদ পাওয়ারের বাড়িতে এই মহাবৈঠকে উপস্থিত ছিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু, জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল৷ একই দিনে দ্বিতীয় দফার বৈঠকে ঠিক কী আলোচনা হল তা নিয়ে বাড়ছে কৌতূহলও৷ বৈঠকের পরে সকলে সাংবাদিকদের সামনে আসেন৷ কেজরিওয়াল জানান, বুধবার ধর্ণার পর সকলে ফের দেখা করেন৷ বলেন, মোদী এবং শাহকে সরাতে সকলকে এগিয়ে আসতে হবে৷

রাহুল গান্ধী জানান, বৈঠক ইতিবাচক ছিল৷ বিভিন্ন সংস্থার ওপর হামলা হচ্ছে৷ একটি কমন মিনিমাম প্রোগ্রাম করা হবে৷ তবে অন্যান্য কথা বললেও, তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোটের প্রসঙ্গ তিনি এড়িয়ে যান বলে সূত্রের খবর৷ অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, সকলেরই একচাই উদ্দেশ্য- মোদী সরকারকে সরানো৷

এদিকে শরদ পাওয়ার বলেন, এখনও পর্যন্ত কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি৷ কিন্তু একটা ভালো পদক্ষেপ নেওয়া হয়েছে৷ তিনি আরও বলেন, ২৬ ফেব্রুয়ারি আবারও সব দল একসঙ্গে বৈঠক করবে৷ ফারুক আবদুল্লা জানান, একটি কমন মিনিমাম প্রোগ্রাম করা হবে, সেখানেই সব কথাবার্তা হবে৷

প্রসঙ্গত, বুধবার যন্তরমন্তরে আম আদমী পার্টির ধরনায় যোগ দেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্ধ্যোপাধ্যায়৷ সেখানে তিনি দাবি করেন, ‘‘দিল্লিতে কেরজিবাল লড়বে আমরা সকলে তাঁকে সমর্থন জানাবো৷’’ শুধু তাই নয় এদিন মমতা কংগ্রেস ও বামফ্রন্টের নাম উল্লেখ করে দাবি করেছেন, ‘‘বিজিপিকে হঠাতে আমরা সকলে একজোট হয়ে লড়ব৷ রাজ্যে আমাদের সঙ্গে কংগ্রেস ও বামেদের বিরোধ থাকতেই পারে কিন্তু জাতীয় স্তরে আমরা একজোট৷’’

মূলত গণতন্ত্র রক্ষার প্রশ্নে তিনি যে সিপিএম ও কংগ্রেসের সঙ্গে জোট বাঁধতে প্রস্তুত এদিন তা স্পষ্ট করেন তৃণমূল নেত্রী নিজেই৷ এদিনের ধরনা মঞ্চে দেখা যায় বামফ্রন্টের সীতারাম ইয়েচুরি ও ডি রাজাকেও৷

বাংলাদেশ সময়: ১৫:০১:৪৩   ১৭৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


কানাডায় এলোপাথাড়ি গোলাগুলি, চার বাংলাদেশি আহত
মিয়ানমারের সামরিক অভ্যুত্থান ব্যর্থ করতে চায় জাতিসংঘ - গুতেরেস
ব্রাজিলে করোনায় ২ লাখ ২৭ হাজার ৫৬৩ জনের মৃত্যু
করোনায় বিশ্বে মৃত্যুর সংখ্যা ২২ লাখ ৭৬ হাজার ছাড়াল
ঘরের মাঠে টানা দ্বিতীয় হার লিভারপুলের
ফেসবুক বন্ধ করল মিয়ানমারে সামরিক জান্তা
করোনার বিরুদ্ধে ৯২ শতাংশ কার্যকর স্পুটনিক ভি
করোনার ছোবলে থামছে না প্রাণহানি, মৃত্যুর সংখ্যা ২২ লাখ ৪৭ হাজার
মিয়ানমার ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক আজ
তুর্কি নিয়ন্ত্রিত উত্তর সিরিয়ায় গাড়ি বোমা বিস্ফোরণে ১২ জন নিহত

আর্কাইভ