ডাক্তার অনুপস্থিত থাকলে আইনি ব্যবস্থা - স্বাস্থ্যমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » ডাক্তার অনুপস্থিত থাকলে আইনি ব্যবস্থা - স্বাস্থ্যমন্ত্রী
শুক্রবার, ১৫ ফেব্রুয়ারী ২০১৯



---

জনগণকে সেবা দিতে হবে। জনগণের ট্যাক্সের টাকা দিয়ে বেতন হয় ডাক্তারদের। ট্যাক্সের টাকায় গাড়ি চড়ে, বাড়ি হয়। জনগণ সেবা পাবে না-এ ধরনের পরিস্থিতি গ্রহণযোগ্য নয়। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেব। ডাক্তারদের উপস্থিতি নিয়ে ব্যবস্থা গ্রহণ করছি। তাদের জেলা পর্যায়ে থাকার জন্য মোটিভেট করছি। উপজেলাতে গাড়ি ও থাকার ব্যবস্থা করছি। যারা থাকবেন না, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবে মিলনায়তনে স্বেচ্ছা রক্তদাতা সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক একথা বলেন।

মন্ত্রী বলেন, মানুষের সেবা করা শ্রেষ্ঠ ইবাদত। একজন ডাক্তার সেবা করেন, একজন রাজনীতিবিদ সেবা করেন। একজন স্বেচ্ছাসেবক রক্তদাতা রক্তদান করে সেবা করেন। এটা একটা বিরাট সেবা। সেবার মধ্যে আনন্দ আছে, আত্মতৃপ্তি আছে। সেবার মধ্যে একটা জাতি ঐক্যবদ্ধ হতে পারে, জাতি এগিয়ে যেতে পারে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ১০ বছর যাবত দেশের মানুষের সেবা করে যাচ্ছেন। স্বাস্থ্য মন্ত্রণালয় সেবা করে যাচ্ছে।

মন্ত্রী আরও বলেন, দেশে প্রতি বছরে প্রায় আট লাখ ব্যাগ নিরাপদ ও সুস্থ রক্তের চাহিদা রয়েছে। ৩০ শতাংশ পূরণ করছে কোয়ান্টাম ফাউন্ডেশন। বাকি ৭০ শতাংশ প্রফেশনাল ও আত্মীয়-স্বজনদের কাছ থেকে নেওয়া হচ্ছে। প্রফেশনালদের কারণেই রোগীদের শরীরে ঢুকে যাচ্ছে জীবাণু। এজন্য ব্লাড ব্যাংকগুলোকে আধুনিক করতে হবে। ফ্রিজিং সিস্টেম উন্নত করতে হবে। বিশেষ করে প্রাইভেটের ব্লাড ব্যাংকগুলোতে নজরদারি করতে হবে। এ বিষয়ে আমার মন্ত্রণালয় থেকে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সভাপতিত্ব করেন স্বেচ্ছা রক্তদান কার্যক্রম ও কোয়ান্টাম ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক মাদাম নাহার আল বুখারী।

এসময় উপস্থিত ছিলেন-বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হেমাটোলজি বিভাগের অধ্যাপক ডা. এবিএম ইউসুফ প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০:০৮:৩১   ১৭১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ