‘কাদের ভরসায় দেশ চলছে’, জঙ্গি হামলার ঘটনায় উদ্বেগ ফিরহাদের

প্রথম পাতা » আন্তর্জাতিক » ‘কাদের ভরসায় দেশ চলছে’, জঙ্গি হামলার ঘটনায় উদ্বেগ ফিরহাদের
শুক্রবার, ১৫ ফেব্রুয়ারী ২০১৯



---

এত সার্জিক্যাল স্ট্রাইক করা সত্ত্বেও দেশের এই অবস্থা৷ ভাবতেই অবাক লাগছে যে তাহলে সার্জিক্যাল স্ট্রাইক করে লাভ কি হচ্ছে৷ বৃহস্পতিবার কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনার পর এদিন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এই প্রশ্ন তোলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম৷ তিনি এদিন আরও জানান, ‘‘যখন তখন বিস্ফোরক নিয়ে ঢুকে যাচ্ছে জঙ্গিরা৷ যথেষ্ট উদ্বেগের সঙ্গে আছি৷’’

গত বিধানসভা নির্বাচনের আগে পাকিস্তানের সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে কলকাতার একটি এলাকাকে ‘মিনি পাকিস্তান’ বলে বিতর্কে জড়িয়েছিলেন ফিরহাদ হাকিম৷ তিনিই এখন মেয়র৷ জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলার পরিপ্রেক্ষিতে মেয়র জানান, এই ৫ বছরে জঙ্গি হামলার ঘটনায় প্রায় এক হাজার সেনা জাওয়ানকে হারিয়েছি আমরা৷ তারা প্রত্যেকেই আমাদের দেশের মানুষ৷ অত্যন্ত দুঃখজনক ঘটনা৷ শহিদ জাওয়ানদের পরিবারের পাশে আছি আমরা৷

দেশের চৌকিদার তবে কি দেশ সামলাতে ব্যর্থ? যদিও এই প্রশ্নের স্পষ্ট উত্তর মেলেনি কলকাতার মহানাগরিকের কন্ঠে৷ তবে স্পষ্ট করে কিছু না বললেও তিনি উদ্বেগ প্রকাশ করেছেন৷ বলেছেন, ২৫০ কেজি বিস্ফোরক নিয়ে কেউ হামলার ছক কষছে আর সকলের তা অজানা৷ এ কি করে সম্ভব? যদিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাশ্মীরের জঙ্গি হামলার ঘটনার যথেষ্ট নিন্দা করেছেন৷ এবং পাকিস্তানকে রীতিমত হুঁশিয়ারি দিয়েছেন, এর ফল ভোগ করতে হবে তাদের৷

পাশাপাশি দেশের এই চরম পরিস্থিতিতে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীও প্রধানমন্ত্রীর পাশে দাঁড়িয়েছেন৷ কংগ্রেসের কণ্ঠে এখনও তেমন বিরোধিতার সুর শোনা যায়নি৷

জম্মু-কাশ্মীরের পুলওয়ামাতে জঙ্গি হামলার ঘটনায় মৃত্যু হয়েছে চল্লিশের বেশি সেনা জওয়ানের৷ তার মধ্যে বাংলার দুজন জাওয়ান রয়েছেন৷ একজন হাওড়ার বাউড়িয়ার চককাশীর বাসিন্দা বাবলু সাঁতরা ও অপরজন নদিয়ার সুদীপ বিশ্বাস৷ ঘটনার খবর পাওয়ার পরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাবলু সাঁতরার পরিবারের সঙ্গে ফোন করে কথা বলেন৷ লোকসভা ভোটে মহাজোটের জন্য তিনি এখন দিল্লিতে৷ শনিবার তাঁর ফেরার কথা৷ কিন্তু থেমে নেই মমতার মন্ত্রীবর্গ৷ এদিন সকালেই শহিদের বাড়ি গিয়ে সমবেদনা জানিয়েছেন লক্ষ্মীরতন শুক্লা৷ বিকেলে গিয়েছেন কলকাতা পুরসভার মেয়র তথা মন্ত্রী ফিরহাদ হাকিম৷ তাঁর দাবি, বাংলার মানবিক মুখ্যমন্ত্রী নিশ্চই শহিদের পরিবারের পাশে দাঁড়াবেন৷

যদিও, মুখ্যমন্ত্রী এদিন এলাকার বিধায়ক পুলক রায়ের ফোনেই ফোন করে কথা বলেন বাবলু সাঁতরার পরিবারের সঙ্গে৷ পাশে থাকারও আশ্বাস দেন৷ পরে স্ত্রীর সঙ্গে কথা বলতে চান৷ কিন্তু শহিদ জওয়ানের স্ত্রী মীতাদেবী কথা বলতে রাজি হননি মুখ্যমন্ত্রীর সঙ্গে৷ কারণ টিভিতে স্বামীর মৃত্যুর খবর পাওয়ার পরই মানসিকভাবে ভেঙে পড়েছেন তিনি৷

জঙ্গি হামলার ঘটনার প্রতিবাদে এদিন রাজ্যের একাধিক জায়গায় মিছিল মিটিং করা হয়৷ সিপিএম-এর ডাকে ধর্মতলা লেনিন মূর্তি থেকে মহাজাতি সদন পর্যন্ত একটি মিছিল করা হয়৷ কলেজ স্কোয়ারে একটি মিটিং করা হয় কংগ্রেসের তরফে৷

বাংলাদেশ সময়: ২০:৩৫:২৫   ১৬৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


কানাডায় এলোপাথাড়ি গোলাগুলি, চার বাংলাদেশি আহত
মিয়ানমারের সামরিক অভ্যুত্থান ব্যর্থ করতে চায় জাতিসংঘ - গুতেরেস
ব্রাজিলে করোনায় ২ লাখ ২৭ হাজার ৫৬৩ জনের মৃত্যু
করোনায় বিশ্বে মৃত্যুর সংখ্যা ২২ লাখ ৭৬ হাজার ছাড়াল
ঘরের মাঠে টানা দ্বিতীয় হার লিভারপুলের
ফেসবুক বন্ধ করল মিয়ানমারে সামরিক জান্তা
করোনার বিরুদ্ধে ৯২ শতাংশ কার্যকর স্পুটনিক ভি
করোনার ছোবলে থামছে না প্রাণহানি, মৃত্যুর সংখ্যা ২২ লাখ ৪৭ হাজার
মিয়ানমার ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক আজ
তুর্কি নিয়ন্ত্রিত উত্তর সিরিয়ায় গাড়ি বোমা বিস্ফোরণে ১২ জন নিহত

আর্কাইভ