শাশুড়িসহ তিনজনকে কুপিয়ে হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড

প্রথম পাতা » আইন আদালত » শাশুড়িসহ তিনজনকে কুপিয়ে হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড
মঙ্গলবার, ৫ মার্চ ২০১৯



---

রাজধানীর চকবাজারের ইসলামবাগে শাশুড়িসহ একই পরিবারের তিনজনকে কুপিয়ে হত্যা মামলার একমাত্র আসামি আল ইসলাম জীবনকে (৩০) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজের অতিরিক্ত ৮ নম্বর আদালতের বিচারক ফারহানা ফেরদৌস এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

গত ৪ হজুলাই চকবাজারে ঝগড়া-বিবাদের একপর্যায়ে আসামির রামদার কোপে শাশুড়ি রাশিদা বেগম ও সীমা আক্তার ঘটনাস্থলেই নিহত হন।
ঘটনার দুদিন পর গুরুতর আহত শ্রাবণী আক্তার বন্যাও মারা যান।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, মামলার বাদী মো. শাহাবুদ্দীনের বড় বোন রাশিদা বেগম ও তার মেয়ে সীমা (৩০), নাতনি বন্যা (২৩), জুঁই (৫) ও সানী (২)-কে নিয়ে একই বাসায় থাকতেন।

আসামি জীবনের সঙ্গে রাশিদা বেগমের মেয়ে সুমীর বিয়ে হয়। তাদের দুই সন্তান জুঁই ও সানী।

সানীর জন্মের সময় মা সুমী মারা যান। মায়ের কথামতো সন্তানরা রাশিদার কাছে থাকত। সন্তানদের নিজের কাছে রাখার জন্য আদালতের দারস্থ হন জীবন। কিন্তু আদালত তাদের নানী রাশিদার কাছেই থাকার আদেশ দেন। তারপর থেকে সময়ে সময়ে বাবা তাদের দেখতে আসতো।

গত ৪ জুলাই আসামি জীবন শাশুড়ি রাশিদার বাসায় এসে বাচ্চাদের কাপড় দিতে চাইলে ঝগড়া বাধে। এক পর্যায়ে আসামি তার হাতে থাকা রামদা দিয়ে শাশুড়ি রাশিদাকে কুপিয়ে হত্যা করে।

বাদীর অন্য ভাগনি দুলালীর মেয়ে বন্যা ও ভাগনি সীমা আসামিকে ফেরাতে এলে তাদেরও কুপিয়ে হত্যা সন্ত্রসীরা।

বাংলাদেশ সময়: ১৫:৫১:৫২   ১৯১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আইন আদালত’র আরও খবর


এমসি কলেজে দলবেঁধে ধর্ষণ: আদালত পরিবর্তন চেয়ে হাইকোর্টে আবেদন
পিকে হালদারের সহযোগী শঙ্খ ব্যাপারী কারাগারে
নির্বাচন কমিশনারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ফের রাষ্ট্রপতির কাছে চিঠি
আর্থিক বিচারে এখতিয়ার বাড়লো সিভিল কোর্টের
সাবেক বিচারক শাহবাগ থানায় মেয়ের বিরুদ্ধে জিডি করলেন
কারাগারে ফরিদপুরের দুই ইউপি চেয়ারম্যান
নারী সাক্ষীর সঙ্গে অশোভন আচরণ করায় বিচারক প্রত্যাহার
রাজধানীতে মা-ছেলে হত্যা মামলায় স্বামীসহ ৩ জনের মৃত্যুদণ্ড
বিকৃত যৌন আচরণের শিকার হচ্ছে নারী ও শিশুরা
মাদক মামলায় পাপিয়া ও তার স্বামীর বিচার শুরু

আর্কাইভ