সকল সূচকে বাংলাদেশের সক্ষমতা এখন অনন্য উচ্চতায় -স্পীকার

প্রথম পাতা » আন্তর্জাতিক » সকল সূচকে বাংলাদেশের সক্ষমতা এখন অনন্য উচ্চতায় -স্পীকার
মঙ্গলবার, ৫ মার্চ ২০১৯



---

ঢাকা ০৫ মার্চ, ২০১৯:নিউজটুনারায়ণগঞ্জঃ সামাজিক ও অর্থনৈতিকভাবে বাংলাদেশের উন্নয়ন আজ দৃশ্যমান। সকল সূচকে বাংলাদেশের সক্ষমতা এখন অনন্য উচ্চতায়। বাংলাদেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ বিরাজমান উল্লেখ করে প্রবাসীদের বিনিয়োগের আহবান জানান স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী।
ঢাকা সফররত লন্ডনের টাওয়ার হ্যামলেটস এর স্পীকার আয়াছ মিয়া বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি’র সাথে আজ তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহবান জানান।
সাক্ষাৎকালে তাঁরা সংসদীয় কার্যক্রম, বাংলাদেশের উন্নয়ন ও বিনিয়োগ নিয়ে আলোচনা করেন।
টাওয়ার হ্যামলেটস এর স্পীকার যুক্তরাজ্যের সাথে বাংলাদেশের সম্পর্ক সুদৃঢ় উল্লেখ করে বলেন, ভবিষ্যতে এ সম্পর্ক আরও জোরদার হবে। এ ক্ষেত্রে টাওয়ার হ্যামলেটস ইতিবাচক ভূমিকা পালন করবে বলে তিনি স্পীকারকে আশ্বস্ত করেন। বাংলাদেশের উন্নয়নে প্রবাসী বাংলাদেশীদের সমর্থন অব্যাহত থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
স্পীকার বলেন, প্রবাসীরা দেশের উন্নয়নে অবদান রাখার পাশাপাশি বৈদেশিক অর্থনীতিতেও ভূমিকা রাখছে—যা বাংলাদেশের ভাবমূর্তিকে উজ্জ্বল করছে।তিনি বৈদেশিক অর্থনীতিতে বাংলাদেশীদের এ ভূমিকা বিশ্ববাসীর কাছে তুলে ধরতে টাওয়ার হ্যামলেটস এর স্পীকারকে অনুরোধ জানান।
টাওয়ার হ্যামলেটের স্পীকার আয়াছ মিয়া টানা তৃতীয়বারের মতো স্পীকার নির্বাচিত হওয়ায় ড. শিরীন শারমিন চৌধুরীকে অভিনন্দন জানান। এসময় তিনি স্পীকারকে টাওয়ার হ্যামলেটস সফরের আমন্ত্রণ জানান।
এ সময় অনাবাসী বাংলাদেশী গ্রুপের চেয়ারম্যান এসএম শাকিল চৌধুরীসহ সংসদ সচিবালয়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১:২৪:০৭   ১৯৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


কানাডায় এলোপাথাড়ি গোলাগুলি, চার বাংলাদেশি আহত
মিয়ানমারের সামরিক অভ্যুত্থান ব্যর্থ করতে চায় জাতিসংঘ - গুতেরেস
ব্রাজিলে করোনায় ২ লাখ ২৭ হাজার ৫৬৩ জনের মৃত্যু
করোনায় বিশ্বে মৃত্যুর সংখ্যা ২২ লাখ ৭৬ হাজার ছাড়াল
ঘরের মাঠে টানা দ্বিতীয় হার লিভারপুলের
ফেসবুক বন্ধ করল মিয়ানমারে সামরিক জান্তা
করোনার বিরুদ্ধে ৯২ শতাংশ কার্যকর স্পুটনিক ভি
করোনার ছোবলে থামছে না প্রাণহানি, মৃত্যুর সংখ্যা ২২ লাখ ৪৭ হাজার
মিয়ানমার ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক আজ
তুর্কি নিয়ন্ত্রিত উত্তর সিরিয়ায় গাড়ি বোমা বিস্ফোরণে ১২ জন নিহত

আর্কাইভ