পাট রক্ষায় বাধ্যতামূলক প্যাকেজিং আইন বাস্তবায়ন করতে হবে - বস্ত্র ও পাট মন্ত্রী

প্রথম পাতা » কৃষি ও বাণিজ্য » পাট রক্ষায় বাধ্যতামূলক প্যাকেজিং আইন বাস্তবায়ন করতে হবে - বস্ত্র ও পাট মন্ত্রী
মঙ্গলবার, ৫ মার্চ ২০১৯



---

বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী, বীর প্রতীক পাট রক্ষায় বাধ্যতামূলক প্যাকেজিং আইন বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন।
আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর মতিঝিলে অবস্থিত বাংলাদেশ পাটকল করপোরেশনে (বিজেএমসি) জাতীয় পাট দিবস- ২০১৯ উদযাপন উপলক্ষে আয়োজিত ‘বিশ্ব বাজারে পাট ও পাটজাত পণ্যের বিপণনে চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ শীর্ষক এক সেমিনারে মন্ত্রী প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
দস্তগীর গাজী বলেন, ‘পাট শিল্প রক্ষায় সারাদেশে ভ্রাম্যমান আদালত পরিচালনার গতি দ্রুত বাড়ানো হবে। বাধ্যতামূলক প্যাকেজিং আইন শতভাগ বাস্তবায়ন করতে হবে। আমরা যদি বাধ্যতামূলকভাবে পাট পণ্যের ব্যবহার বাস্তবায়ন করতে না পারি তাহলে পাট শিল্প রক্ষা করা কঠিন হয়ে দাঁড়াবে। এজন্য এখন থেকে নিয়মিত পাট রক্ষায় ভ্রাম্যমান আদালত পরিচালনা অব্যাহত থাকবে।’
পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. মিজানুর রহমানের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) পরিচালক ড. খন্দকার মোয়াজ্জেম হোসেন।
অনুষ্ঠানে বিজেএমসির চেয়ারম্যান শাহ মোহাম্মদ নাছিম, বিজেএমএ ও বিজেজিএ প্রতিনিধিসহ পাট সংশ্লিষ্ট অংশীজনেরা উপস্থিত ছিলেন।
গোলাম দস্তগীর গাজী বলেন, বিশ্ব বাজারে পাটের বাজার ন্বিমুখি হওয়ার কারণে পাটশিল্প ক্ষতিগ্রস্থ হয়েছে। যার কারণে পাটের সম্ভাবনা অনেকাংশে নষ্ট হয়েছে। কিন্তু বর্তমানে বিশ্ব এখন প্লাষ্টিক পণ্যকে বর্জন করতে শুরু করেছে। আর সেজন্য আমরা এখন পাটের সুদিন নিয়ে আশাবাদী। আমাদেরকে এখন পাটের সম্ভাবনার বিষয়গুলোকে নিয়ে কাজ করতে হবে। খুব দ্রুত এগিয়ে যেতে হবে। সরকারি ও বেসরকারিভাবে পাটকে এগিয়ে নিতে পরিকল্পনা গ্রহণ করতে হবে।
পাটমন্ত্রী বলেন, পাটের বহুমুখি ব্যবহার বাড়াতে বেশি বেশি মেলার আয়োজন করতে হবে। দেশের বিভিন্ন জেলায় পাটের স্টল খুলতে হবে। তাহলে অভ্যন্তরীণ বাজারে পাটের পণ্য কেনার আগ্রহ বাড়বে।
এর আগে মন্ত্রী ‘জাতীয় পাট দিবস-২০১৯’ উপলক্ষে আয়োজিত এক বর্ণাঢ্য র‌্যালিতে নেতৃত্ব দেন। র‌্যালিটি জাতীয় সংসদ ভবন সংলগ্ন মানিক মিয়া এভিনিউ থেকে শুরু হয়ে খামারবাড়ি মোড় ঘুরে এসে শেষ হয়। বস্ত্র ও পাট শিল্প মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. মিজানুর রহমানসহ কমর্কতাবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১:৫১:৩৫   ৩১০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

কৃষি ও বাণিজ্য’র আরও খবর


বঙ্গবন্ধুর জীবন এক বৃহৎ মহাকাব্য - কৃষিমন্ত্রী
উন্নয়ন প্রকল্পগুলো লক্ষ্যমাত্রা অনুযায়ী বাস্তবায়নের তাগিদ কৃষিমন্ত্রীর
নীলফামারীর ডোমারে বিএডিসি’র খামার পরিদর্শন করেন কৃষিমন্ত্রী
তেলের পর বাজারে বেড়েছে চিনি ও আটার দাম
দেশ যত উন্নতই হোক কৃষির উন্নতি না হলে মানুষের আয় বাড়বে না - কৃষিমন্ত্রী
প্রকাশনা শিল্পের চ্যালেঞ্জ মোকাবেলায় মনোযোগী হওয়ার তাগিদ
বৈশ্বিক খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে উন্নত দেশগুলোকে সহযোগিতা বৃদ্ধির আহ্বান কৃষিমন্ত্রীর
দেশে সেচ ব্যবস্থার উন্নয়নে ব্যাপক সাফল্য অর্জিত হয়েছে - কৃষিমন্ত্রী
উৎপাদনশীলতা দ্বিগুণ করতে আরো উন্নত জাতের ধান উদ্ভাবন করতে হবে - কৃষিমন্ত্রী
কৃষিপণ্যের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে - বাণিজ্যমন্ত্রী

আর্কাইভ