মাছ রপ্তানি: গত অর্থ বছরে আয় ৪,৩০৯.৯৪ কোটি টাকা

প্রথম পাতা » অর্থনীতি » মাছ রপ্তানি: গত অর্থ বছরে আয় ৪,৩০৯.৯৪ কোটি টাকা
সোমবার, ১১ মার্চ ২০১৯



---

মৎস্য ও প্রাণি সম্পদ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু বলেছেন, গত অর্থবছরে বাংলাদেশ ৬৮ হাজার ৯৩৫ মেট্রিক টন মৎস্য ও মৎস্যপণ্য রপ্তানি করে ৪ হাজার ৩০৯ কোটি ৯৪ লাখ টাকা আয় করেছে। আজ সোমবার সংসদে সরকারি দলের মো. আছলাম হোসেন সওদাগরের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

মৎস্য প্রতিমন্ত্রী বলেন, মৎস্য ও মৎস্যপণ্য বাংলাদেশের রপ্তানির অন্যতম প্রধান খাত। বাংলাদেশ থেকে প্রধানত গলদা, বাগদা, হরিণাসহ বিভিন্ন জাতের চিংড়ি, স্বাদু পানির মাছের মধ্যে কার্প জাতীয় মাছ রুই, কাতলা, মৃগেল ইত্যাদি, ক্যাটফিস জাতীয় মাছ আইর, টেংরা, বোয়াল, পাবদা ইত্যাদি, কৈ, কুচিয়া প্রভৃতি, সামুদ্রিক মাছের মধ্যে ভেটকী, দাতিনা, রূপচাদা, কাটল ফিস, কাঁকড়া, ইত্যাদি রপ্তানি করা হয়। তিনি বলেন, এছাড়া শুটকী মাছ, হাঙ্গরের পাখনা, মাছের আঁইশ এবং চিংড়ির খোলসও রপ্তানি করা হয়ে থাকে।

আশরাফ আলী খান খসরু বলেন, ইউরোপীয় ইউনিয়নের দেশসমূহ, যুক্তরাষ্ট্র, জাপান, রাশিয়া, চীন, ভারত, ভিয়েতনাম, মালয়েশিয়া, থাইল্যান্ড, অস্ট্রেলিয়া, সংযুক্ত আরব আমিরাত, অ্যাংগোলা, বাহরাইন, কানাডা, হংকং, জর্ডান, দক্ষিণ কোরিয়া, নেপাল, মেক্সিকো, মালদ্বীপ, কুয়েত, মরক্কো, সিঙ্গাপুর, কাতার, মৌরিসাস, মায়ানমার, ইউক্রেনসহ বিশ্বের ৫০টিরও অধিক দেশে বাংলাদেশের মৎস্য ও মৎস্যপণ্য রপ্তানি করা হয়ে থাকে।

তিনি বলেন, এর মধ্যে ইউরোপীয় ইউনিয়নের দেশসমূহ বাংলাদেশের মৎস্য ও মৎস্যপণ্যের প্রধান বাজার।

বাংলাদেশ সময়: ২১:২৩:০৮   ১৭৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থনীতি’র আরও খবর


শিল্প-কারখানায় প্রযুক্তির ব্যবহার নিয়ে কাজ করছে সরকার - শিল্পমন্ত্রী
সময়াবদ্ধ গৃহীত পরিকল্পনা মাফিক প্রকল্প বাস্তবায়ন অগ্রগতি নিশ্চিত করতে হবে - শিল্পমন্ত্রী
সাবরং ট্যুরিজম পার্কে পাঁচ তারকা হোটেল নির্মাণ হবে
বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক বৃদ্ধি করতে চায় পাকিস্তান
মিথ্যা ঘোষণা দিয়ে পণ্য আমদানির প্রবণতা কমে গেছে - অর্থমন্ত্রী
দেশে বর্তমানে ৩ লাখ ৩৫ হাজার ঋণখেলাপি - অর্থমন্ত্রী
ভোজ্যতেলের দাম নিয়ন্ত্রণে কমিটি করা হয়েছে - বাণিজ্যমন্ত্রী
প্লাস্টিক পণ্যে সরকারি সহায়তা বাড়ানোর আশ্বাস বাণিজ্যমন্ত্রীর
কিশোরগঞ্জে মসজিদের সিন্দুকে পাওয়া গেল ১৪ বস্তা টাকা
প্রবাসী কল্যাণ ব্যাংক নিয়োগ দিচ্ছে

আর্কাইভ