নিউ ইয়র্কে শিক্ষা উপমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা

প্রথম পাতা » আন্তর্জাতিক » নিউ ইয়র্কে শিক্ষা উপমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা
মঙ্গলবার, ১২ মার্চ ২০১৯



---

জাতিসংঘ সদর দপ্তরে ‘কমিশন অন দ্য স্ট্যাটাস অব উইমেন’র ৬৩তম বার্ষিক সম্মেলনে যোগ দিতে নিউ ইয়র্কে পৌঁছেছেন শিক্ষা উপ-মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এমপি। জন এফ কেনেডি বিমানবন্দরে তাকে ফুলেল শুভেচ্ছা জানান যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আব্দুল কাদের মিয়াসহ নেতৃবৃন্দ।

১১ মার্চ থেকে ১২ দিনের এই সম্মেলনে লিঙ্গ-সমতা এবং নারী অধিকার নিয়ে বিস্তারিত আলোচনা হবে। জাতিসংঘে এটি হচ্ছে, সর্ববৃহৎ ফোরাম যেখানে সদস্য রাষ্ট্রসমূহের প্রতিনিধি ছাড়াও সুশীল সমাজ, এনজিও, সচেতন মহলের বিশিষ্টজনেরা অংশ নেন।

এবারের মূল আলোচনায় রয়েছে সামাজিক নিরাপত্তা ব্যবস্থা, সরকারী কর্মকাণ্ডে নারীর অবস্থান, টেকসই উন্নয়ন ত্বরান্বিত করতে লিঙ্গ-সমতার গুরুত্ব, নারী ও বালিকাদের ক্ষমতায়নের গতি-প্রকৃতি।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, এবারের এই সম্মেলনের থিম হচ্ছে, ‘নারীর ক্ষমতায়ন এবং টেকসই উন্নয়নে এর সম্পর্ক’। প্রতি বছরের ন্যায় এবারও বাংলাদেশের বিভিন্ন এনজিও, নারী সংগঠনের শীর্ষ কর্মকর্তারাও এসেছেন নিউইয়র্কে।

প্রবাসীদের সাথে মতবিনিময়কালে চট্টগ্রামের এই সংসদ সদস্য ও উপমন্ত্রী বলেছেন, নারী ক্ষমতায়নে চ্যাম্পিয়ন হয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই ধারায় টেকসই উন্নয়ন পরিক্রমাও ত্বরান্বিত হচ্ছে নানা প্রতিকূলতা সত্বেও এই সম্মেলনের

আয়োজক ‘ইউএন উইমেন’র নির্বাহী পরিচালক ও জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল ফুমজীল স্লামবো-নিগোকুয়া এক বিবৃতিতে বলেছেন, নারী সমাজকে সর্বস্তরে সমানভাবে অধিষ্ঠিত করতে সামাজিক নিরাপত্তায় বাস্তবসম্মত নীতি গ্রহণ এবং সুপরিকল্পিতভাবে অবকাঠামোগত উন্নয়নের পরিকল্পনা গ্রহণ করতে হবে।

এখনও বিশ্বের ৭৪ কোটি নারী দিনাতিপাত করছেন নাজুক পরিস্থিতির মধ্যে। এর মাধ্যমেই বোঝা যায় সমাজে নারীরা বৈষম্যের শিকার হচ্ছেন। এজন্যই নীতিমালা ঢেলে সাজানোর সুনির্দিষ্ট প্রস্তাব আসবে এবারের সম্মেলনে। এজন্যে উচ্চ পর্যায়ের একটি টিম গত কয়েক বছর যাবত বিভিন্ন দেশ সফরের পর বাস্তবসম্মত সুপারিশ উপস্থাপন করবেন।

বাংলাদেশ সময়: ১৪:৫৬:৩১   ১৮৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


কানাডায় এলোপাথাড়ি গোলাগুলি, চার বাংলাদেশি আহত
মিয়ানমারের সামরিক অভ্যুত্থান ব্যর্থ করতে চায় জাতিসংঘ - গুতেরেস
ব্রাজিলে করোনায় ২ লাখ ২৭ হাজার ৫৬৩ জনের মৃত্যু
করোনায় বিশ্বে মৃত্যুর সংখ্যা ২২ লাখ ৭৬ হাজার ছাড়াল
ঘরের মাঠে টানা দ্বিতীয় হার লিভারপুলের
ফেসবুক বন্ধ করল মিয়ানমারে সামরিক জান্তা
করোনার বিরুদ্ধে ৯২ শতাংশ কার্যকর স্পুটনিক ভি
করোনার ছোবলে থামছে না প্রাণহানি, মৃত্যুর সংখ্যা ২২ লাখ ৪৭ হাজার
মিয়ানমার ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক আজ
তুর্কি নিয়ন্ত্রিত উত্তর সিরিয়ায় গাড়ি বোমা বিস্ফোরণে ১২ জন নিহত

আর্কাইভ