গ্যালাক্সি হসপিটালে রোগী দেখেন দুই ভুয়া এমবিবিএস

প্রথম পাতা » গাজীপুর » গ্যালাক্সি হসপিটালে রোগী দেখেন দুই ভুয়া এমবিবিএস
মঙ্গলবার, ১৯ মার্চ ২০১৯



---

গাজীপুরে মেডিসিন, গাইনি ও শিশু বিশেষজ্ঞ এবং সিনিয়র মেডিকেল অফিসার পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে রোগী দেখছেন তারা। দেখে বুঝার উপায় নেই তারা ভুয়া এমবিবিএস চিকিৎসক।

অবশেষে অভিযান চালিয়ে দুই ভুয়া এমবিবিএস চিকিৎসককে গ্রেফতার করেছে র্যাব-১-এর সদস্যরা। সোমবার বিকেলে গাজীপুর সদর উপজেলার মনিপুর বাজারে গ্যালাক্সি হসপিটাল অ্যান্ড ডিজিটাল ডায়াগনস্টিক ল্যাবে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার ঝাউবাড়ি গ্রামের মৃত সামসুল হকের ছেলে এইচএম হায়দার ওরফে হায়দার আলী (৩৭) ও গাজীপুরের শ্রীপুর থানার ইন্দ্রপুর গ্রামের মো. সিরাজুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম। এ সময় তাদের কাছ থেকে চিকিৎসার বিভিন্ন যন্ত্রপাতি, ভুয়া ভিজিটিং কার্ড, ভুয়া ডাক্তারি সার্টিফিকেট, ভুয়া ডাক্তারি চিকিৎসার ব্যবস্থাপত্র, প্যাড, ব্যক্তিগত সিল এবং মোবাইল ফোন ও নগদ ২৫ হাজার ৭৪ টাকা উদ্ধার করা হয়।

র্যাব-১-এর পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন বলেন, গোপন সূত্রে জানা যায় ওই এলাকায় একটি ভুয়া ডাক্তার চক্র অবস্থান করছে। এমন খবরের ভিত্তিতে সদর উপজেলার মনিপুর এলাকার গ্যালাক্সি হসপিটাল অ্যান্ড ডিজিটাল ডায়াগনস্টিক ল্যাবে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করা হয়। এরা বিশেষজ্ঞ চিকিৎসক পরিচয়ে ৫০০ টাকা ভিজিট নিয়ে রোগী দেখেন এবং চিকিৎসা দিয়ে আসছিলেন। কিন্তু এরা ভুয়া চিকিৎসক। এ ঘটনায় জয়দেবপুর থানায় মামলা করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে পুলিশ।

বাংলাদেশ সময়: ২২:২০:৩৬   ২২৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

গাজীপুর’র আরও খবর


উৎপাদনশীলতা দ্বিগুণ করতে আরো উন্নত জাতের ধান উদ্ভাবন করতে হবে - কৃষিমন্ত্রী
রাজধানীর আরব আমিরাত ভিসা সেন্টারে এসি বিস্ফোরণ, নিহত ১
কালিয়াকৈরে আগুনে পুড়ে নিহত চার, অর্ধ শতাধিক ঘর পুড়ে ছাই
মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত তালিকা প্রকাশ ২৬ মার্চ - মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
গাজীপুরে অজ্ঞান পার্টির ৪ সদস্য ও ৩ ছিনতাইকারী আটক
কালিয়াকৈরে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সরকারি সহযোগিতার আশ্বাস দিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
মোটরসাইকেলে কাভার্ডভ্যানের ধাক্কায় এসআই নিহত
গাজীপুরের কালিয়াকৈরে বাস-ট্রেন সংঘর্ষে নিহত ১
কালিয়াকৈরে ভুয়া র‌্যাব সদস্যসহ আটক ২
বঙ্গবন্ধু অসাম্প্রদায়িক চেতনার মূর্ত প্রতীক - যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

আর্কাইভ