স্বর্ণ চোরাচালান মামলায় দুই কেবিন ক্রু রিমান্ডে

প্রথম পাতা » আইন আদালত » স্বর্ণ চোরাচালান মামলায় দুই কেবিন ক্রু রিমান্ডে
বুধবার, ২০ মার্চ ২০১৯



---

স্বর্ণ চোরাচালান মামলায় সৌদি এয়ারলাইন্সের দুই কেবিন ক্রুর এক দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার বিশেষ ক্ষমতা আইনের পৃথক দুই মামলায় আসামিদের আদালতে হাজির করে প্রত্যেকের ১০ দিন করে রিমান্ডের আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।

অপরদিকে আসামিপক্ষে রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম তোফাজ্জল হোসেন আসামিদের এক দিন করে রিমান্ডের আদেশ দেন।

রিমান্ডে যাওয়া আসামিরা হলেন- সায়মা আক্তার (৪০) ও ফারজানা আফরোজ (৩২)। সায়মার রিমান্ড আবেদনে বলা হয়, সোমবার গোপন সংবাদের ভিত্তিতে কাস্টম কর্মকর্তারা আসামিকে চেক করে গোপনাঙ্গ থেকে মোট তিন কেজি ২৭ গ্রাম ওজনের ২৬ পিস গোল্ডবার উদ্ধার করেন।
যার বর্তমান বাজারমূল্য এক কোটি ৫১ লাখ ৩৫ হাজার টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বর্ণ চোরাচালান চক্রের সক্রিয় সদস্য বলে জানায়। স্বর্ণের প্রকৃত মালিক ও অপরাপর সহযোগী আসামিদের নাম-ঠিকানা ও গ্রেফতারের লক্ষ্যে এ আসামিকে হেফাজতে জিজ্ঞাসাবাদ জরুরি।

ফারজানা আফরোজের রিমান্ড আবেদনে বলা হয়, সোমবার গোপন সংবাদের ভিত্তিতে কাস্টম কর্মকর্তারা আসামিকে চেক করেন এবং তার প্যান্টের পকেট থেকে মোট এক কেজি ১৬৩ গ্রাম ওজনের ১০ পিস গোল্ডবার উদ্ধার করেন। যার বর্তমান বাজার মূল্য ৫৮ লাখ ১৫ হাজার টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বর্ণ চোরাচালান চক্রের সক্রিয় সদস্য বলে জানায়। স্বর্ণের প্রকৃত মালিক ও অপরাপর সহযোগী আসামিদের নাম-ঠিকানা ও গ্রেফতারের লক্ষ্যে এ আসামিকে হেফাজতে জিজ্ঞাসাবাদ জরুরি।

বাংলাদেশ সময়: ১১:৫৩:০৫   ২৯৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আইন আদালত’র আরও খবর


এমসি কলেজে দলবেঁধে ধর্ষণ: আদালত পরিবর্তন চেয়ে হাইকোর্টে আবেদন
পিকে হালদারের সহযোগী শঙ্খ ব্যাপারী কারাগারে
নির্বাচন কমিশনারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ফের রাষ্ট্রপতির কাছে চিঠি
আর্থিক বিচারে এখতিয়ার বাড়লো সিভিল কোর্টের
সাবেক বিচারক শাহবাগ থানায় মেয়ের বিরুদ্ধে জিডি করলেন
কারাগারে ফরিদপুরের দুই ইউপি চেয়ারম্যান
নারী সাক্ষীর সঙ্গে অশোভন আচরণ করায় বিচারক প্রত্যাহার
রাজধানীতে মা-ছেলে হত্যা মামলায় স্বামীসহ ৩ জনের মৃত্যুদণ্ড
বিকৃত যৌন আচরণের শিকার হচ্ছে নারী ও শিশুরা
মাদক মামলায় পাপিয়া ও তার স্বামীর বিচার শুরু

আর্কাইভ