খুলনায় পাটকল শ্রমিকদের রেলপথ অবরোধ

প্রথম পাতা » খুলনা » খুলনায় পাটকল শ্রমিকদের রেলপথ অবরোধ
মঙ্গলবার, ২ এপ্রিল ২০১৯



---

নয় দফা দাবিতে খুলনা-যশোর অঞ্চলের রেলপথ অবরোধ করেছে রাষ্ট্রায়ত্ত নয়টি পাটকলের শ্রমিকরা। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী এসব দাবি আদায়ে ৭২ ঘণ্টার কর্মবিরতি পালন করছেন তারা।

মজুরি কমিশন বাস্তবায়ন, গ্রাচুইটি ও পিএফ’র টাকা দেয়াসহ নয় দফা দাবিতে মঙ্গলবার ভোর ছয়টা থেকে রাষ্ট্রায়ত্ত নয়টি পাটকলের শ্রমিকরা ধর্মঘট পালন করছেন। তিন দিন তারা ধর্মঘট পালন করবেন। এই তিন দিন সকাল আটটা থেকে দুপুর ১২টা পর্যন্ত চার ঘণ্টা করে রাজপথ অবরোধ কর্মসূচিও পালন করছেন শ্রমিকরা। মহানগরে নতুন রাস্তার মোড়ের কবির বটতলা সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন।

রেলপথ অবরোধের কারণে মঙ্গলবার ভোর ছয়টা থেকে খুলনা রেলস্টেশন থেকে কোনো ট্রেন ছাড়েনি। ফলে যাত্রীরা স্টেশনেই অবস্থান করছেন। এতে দুর্ভোগে পড়তে হয়েছে তাদের।

খুলনা স্টেশন মাস্টার মানিক চন্দ্র সরকার বলেন, সকাল আটটা থেকে অবরোধ শুরু হলেও সকাল ছয়টা থেকে ট্রেন ছাড়া সম্ভব হয়নি। শ্রমিকরা ভোর ছয়টা থেকেই ট্রেন ছাড়তে বাধা দিয়েছেন। ফলে সকাল ছয়টার কমিউটার, সাড়ে ছয়টার কপোতাক্ষ এক্সপ্রেস, সোয়া সাতটার রূপসা এক্সপ্রেস, ৮টা ৪০-এ চিত্রা এক্সপ্রেস, ৯টা ১০-এ রকেট ছাড়া সম্ভব হয়নি।’

বাংলাদেশ পাটকল শ্রমিক লীগের খুলনা-যশোর অঞ্চলের আহ্বায়ক মুরাদ হোসেন বলেন, বিজেএমসি চেয়ারম্যান গত ২৮ মার্চের মধ্যে মজুরি কমিশন বাস্তবায়ন করার আশ্বাস দিয়েছিলেন কিন্তু তা বাস্তবায়ন হয়নি। দাবি আদায়ে বাধ্য হয়ে আবারও আন্দোলনে নামতে হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩:৩০:৪৫   ২৫৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


সাতক্ষীরায় শেখ হাসিনার গাড়িবহরে হামলা: আসামিদের বিভিন্ন মেয়াদে সাজা
মাগুরায় হাজার বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার ৩
সাতক্ষীরায় সীমান্তে ১৪৮টি আংটিসহ একজন আটক
খুলনায় হত‌্যা মামলায় একজনের ফাঁসির আদেশ
খুলনা-মংলা ব্রডগেজ লাইনের ৭৫ ভাগ কাজ সম্পন্ন
যশোর মণিরামপুরে যুবককে কুপিয়ে হত্যা
নড়াইলে সাংসদের স্ত্রীর বিরুদ্ধে মামলা
ভারতে পাচারকালে ২২ বাংলাদেশি উদ্ধার, গ্রেফতার ১
সাড়ে ৩ কোটি টাকা আত্মসাত করায় কর কর্মকর্তা চাকরিচ্যুত
সরকারি সম্পত্তি সুষ্ঠু নজরদারিতে ভূমি ডাটা ব্যাংক ব্যবহার করা হবে- ভূমিমন্ত্রী

আর্কাইভ