জাতীয় চলচ্চিত্র দিবসে প্রধানমন্ত্রীর বাণী

প্রথম পাতা » ছবি গ্যালারী » জাতীয় চলচ্চিত্র দিবসে প্রধানমন্ত্রীর বাণী
মঙ্গলবার, ২ এপ্রিল ২০১৯



---

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩ এপ্রিল ‘জাতীয় চলচ্চিত্র দিবস-২০১৯’
উপলক্ষে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন :
“তথ্য মন্ত্রণালয়ের উদ্যোগে ৩ এপ্রিল ‘জাতীয় চলচ্চিত্র দিবস ২০১৯’
উদ্ধসঢ়;যাপন করা হচ্ছে জেনে আমি আনন্দিত। এ উপলক্ষে আমি চলচ্চিত্র সংশ্লিষ্ট
শিল্পী, কলাকুশলী, নির্মাতা, পরিচালক, প্রযোজক-পরিবেশক এবং চলচ্চিত্রের
দর্শকসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর
রহমান এদেশের চলচ্চিত্রকে একটি প্রাতিষ্ঠানিক রূপ দিতে ১৯৫৭ সালের এই
দিনে তৎকালীন প্রাদেশিক পরিষদের শিল্প ও বাণিজ্য মন্ত্রী হিসেবে চলচ্চিত্র
উন্নয়ন কর্পোরেশন বিল উত্থাপন করেন এবং প্রতিষ্ঠিত হয় এফডিসি তথা
আজকের বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন।
বর্তমান আওয়ামী লীগ সরকার চলচ্চিত্র শিল্পের উন্নয়ন ও উৎকর্ষ সাধনের
লক্ষ্যে বহুমাত্রিক কর্মসূচি গ্রহণ করেছে। আওয়ামী লীগ সরকার গত ১০ বছরে
চলচ্চিত্র শিল্পের উন্নয়নে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করেছে। চলচ্চিত্রকে
আমরা শিল্প হিসেবে ঘোষণা করেছি। আমরা চলচ্চিত্র শিল্পে মেধাবী ও সুদক্ষ
কর্মী সৃষ্টির জন্য বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট প্রতিষ্ঠা
করেছি। ডিজিটাল প্রযুক্তিতে বিশ্বমানের চলচ্চিত্র নির্মাণের উদ্দেশ্যে
বিএফডিসি’কে ডিজিটাল যন্ত্রপাতি সমৃদ্ধ করা হয়েছে। গাজীপুর জেলার
কবিরপুরে ১০৫ একর জমিতে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ফিল্ম সিটি’র ১ম
পর্যায়ের কাজ ইতোমধ্যে বাস্তবায়ন করা হয়েছে। আধুনিক ও ডিজিটাল
সিনেমা হল নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। অস্বচ্ছল শিল্পী
কলাকুশলীদের আর্থিক সহায়তা প্রদানের পাশাপাশি তাঁদের চিকিৎসার ব্যয়ভার
আমরা বহন করছি। বিএফডিসি’কে স্বাবলম্বী করার জন্য ‘বিএফডিসি
কমপ্লেক্স নির্মাণ’ শীর্ষক একটি প্রকল্প ইতোমধ্যে অনুমোদিত হয়েছে।
আমার প্রত্যাশা চলচ্চিত্র নির্মাতাগণ মুক্তিযুদ্ধের সুমহান চেতনাকে
ধারণ করে মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরবেন। আমি
আশা করি, কুসংস্কার ও ধর্মান্ধতামুক্ত, অসাম্প্রদায়িক সমাজ বিনির্মাণে
চলচ্চিত্র শিল্পের মাধ্যমে বর্হিবিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে।
আমি ‘জাতীয় চলচ্চিত্র দিবস-২০১৯’ উদযাপন উপলক্ষে গৃহীত সকল
কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করছি।
জয় বাংলা, জয়
বঙ্গবন্ধু

বাংলাদেশ চিরজীবী

হোক।”

বাংলাদেশ সময়: ১৭:১৬:৪৯   ২৯৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ