ইরান সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিচ্ছে - পররাষ্ট্রমন্ত্রী

প্রথম পাতা » আন্তর্জাতিক » ইরান সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিচ্ছে - পররাষ্ট্রমন্ত্রী
শুক্রবার, ১৭ মে ২০১৯



---

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ বলেছেন, ২০১৫ সালে পাশ্চাত্যের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা থেকে একতরফাভাবে যুক্তরাষ্ট্র বের হয়ে যাওয়ার পর তেহরান সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিয়েছে। একই ইস্যুতে ইরানের জনগণের ওপর পুনরায় নিষেধাজ্ঞা আরোপের পদক্ষেপ অগ্রহণযোগ্য ও অযৌক্তিক।

বৃহস্পতিবার জাপানের রাজধানী টোকিওতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী তারো কানোর সঙ্গে বৈঠকে এসব কথা বলেন তিনি।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ঐতিহাসিক পরমাণু সমঝোতা থেকে যুক্তরাষ্ট্র বের হয়ে যাওয়া সত্ত্বেও আমরা সর্বোচ্চ ধৈর্য ও সংযম দেখিয়েছি। আমরা বিশ্বাস করি যুক্তরাষ্ট্র যেভাবে উত্তেজনার বারদ উসকে দিচ্ছে সেটি ‘অগ্রহণযোগ্য’ ও ‘অনাকাঙ্ক্ষিত’।

তিনি বলেন, ইরান এখনও পরমাণু সমঝোতার ধারা পুরোপুরি মেনে চলার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ। এ বিষয়ে চলমান জাতিসংঘের পর্যালোচনার প্রতিবেদন সেটির প্রমাণ দেয়।

বৈঠকে জাপানের পররাষ্ট্রমন্ত্রী তারে কানো মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। উত্তেজনা কমানোর পাশাপাশি বিদ্যমান ইস্যুগুলোর সমাধানের জন্য কোনো প্রচেষ্টাই বাদ দেবেন না বলে জানান তিনি।

বৈঠকের পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইরান কোনো সংঘাতে জড়াতে চায় না। তবে নিজের স্বার্থ রক্ষা করতে তেহরান যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত রয়েছে।

বাংলাদেশ সময়: ১২:২০:২৭   ১৪১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


কানাডায় এলোপাথাড়ি গোলাগুলি, চার বাংলাদেশি আহত
মিয়ানমারের সামরিক অভ্যুত্থান ব্যর্থ করতে চায় জাতিসংঘ - গুতেরেস
ব্রাজিলে করোনায় ২ লাখ ২৭ হাজার ৫৬৩ জনের মৃত্যু
করোনায় বিশ্বে মৃত্যুর সংখ্যা ২২ লাখ ৭৬ হাজার ছাড়াল
ঘরের মাঠে টানা দ্বিতীয় হার লিভারপুলের
ফেসবুক বন্ধ করল মিয়ানমারে সামরিক জান্তা
করোনার বিরুদ্ধে ৯২ শতাংশ কার্যকর স্পুটনিক ভি
করোনার ছোবলে থামছে না প্রাণহানি, মৃত্যুর সংখ্যা ২২ লাখ ৪৭ হাজার
মিয়ানমার ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক আজ
তুর্কি নিয়ন্ত্রিত উত্তর সিরিয়ায় গাড়ি বোমা বিস্ফোরণে ১২ জন নিহত

আর্কাইভ