পুলিশের কাছে আত্মসমর্পণ করা মাদক ব্যবসায়ীরা পুনরায় মাদক ব্যবসায় ফিরলে তাদের জন্যে কঠোর পরিণতি অপেক্ষা করছে বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ড. জাবেদ পাটোয়ারী।
শুক্রবার সন্ধ্যায় চাঁদপুর জেলা পুলিশের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই হুঁশিয়ারি দেন।
আইজিপি বলেন, ভুল বুঝে নিজেদের সংশোধন করে তারা যদি দেশ গড়ায় শরিক হয়, তাতে সবার মঙ্গল। তবে আত্মসমর্পণের পরও যদি তাদের বিরুদ্ধে মামলা থাকে তবে বিচারের মুখোমুখি হতে হবে। এসব মাদক কারবারি, চরমপন্থিদের কঠোর নজরদারিতে রাখা হয়েছে।
এ সময় চট্টগ্রাম রেঞ্জের ডিআইজিসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, সংসদ সদস্য মেজর ( অব:) রফিকুল ইসলাম, নূরুল আমিন রুহুল এমপিসহ রাজনৈতিক, সাংবাদিক, বিশিষ্টজন এবং প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২১:১৩:২৮ ২০৮ বার পঠিত