আল কোরআন
বিসমিল্লাহির রাহমানির রাহিম
সূরা আনআম
মক্কায় অবতীর্ণ
৭১. তুমি বলে দাও, ‘আমরা কি আল্লাহ ছাড়া এমন কিছুকে ডাকব, যারা আমাদের উপর কোন উপকার করতে পারবে না এবং আমাদের কোন ক্ষতিও করতে পারবে না? অধিকন্তু আল্লাহ আমাদেরকে সুপথ প্রদর্শনের পর আমরা কি উল্টো পথে ফিরে যাব? ঐ ব্যক্তির ন্যায় যাকে শয়তান মরুভূমির মধ্যে বিভ্রান্ত করে ফেলেছে। তার সহচররা তাকে হিদায়াতের দিকে ডেকে বলছে ‘তুমি আমাদের সঙ্গে এসো।’ তুমি বল, ‘আল্লাহর পথই হচ্ছে সত্যিকারের সঠিক পথ, আর আমাদের সারা জাহানের রবের সামনে মাথা নত করার নির্দেশ দেয়া হয়েছে।
৭২. আর তোমরা (নিয়মিতভাবে) নামায কায়েম কর এবং তাঁকে ভয় কর, আর তাঁরই নিকট তোমাদের সকলকে সমবেত করা হবে।
আল হাদিস
৮ নং পরিচ্ছেদ
মু‘য়ায ইবনে জাবাল (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা আমি একটি জন্তুর পিঠে রাসূলুল্লাহ (সা)-এর পেছনে আরোহী ছিলাম। আমার ও তাঁর মাঝে জিনের শেষাংশ ছাড়া অন্য কোন প্রতিবন্ধক ছিল না। তিনি বললেন, “হে মু‘য়ায!” আমি জবাবে বললাম, ইয়া রাসূলুল্লাহ লাব্বাইকা ওয়া সা‘দাইকা। অতঃপর কিছুক্ষণ পথ চলার পর তিনি আবার ডাকলেন, হে মু‘য়ায! আমি উত্তর দিলাম, ইয়া রাসূলুল্লাহ! লাববাইকা ওয়া সা’দাইকা। এরপর তিনি কিছুক্ষণ পথ চলার পর পুনরায় ডাকলেন, “হে মু‘য়ায!” আমি বললাম, লাব্বাইকা ওয়া সা’দাইকা ইয়া রাসূলুল্লাহ!
তিনি বললেন, “তুমি কি” জান বান্দার উপর আল্লাহর হক কি? আমি বললাম, আল্লাহ ও তাঁর রাসূলই ভাল জানেন। তিনি বললেন, “বান্দার উপর আল্লাহর হক (অধিকার) হলো এই যে, তারা আল্লাহর বন্দেগী করবে এবং তাঁর সাথে কোন কিছুই শরিক করবে না।” তিনি আবার কিছুক্ষণ পথ চলার পর পুনরায় আমাকে ডাকলেন, “হে মু‘য়ায ইবনে জাবাল।” আমি উত্তরে বললাম, লাববাইকা ওয়া সা‘দাইকা ইয়া রাসূলুল্লাহ। তিনি বললেন, তুমি কি জান আল্লাহর উপর বান্দার হক (অধিকার) কি যখন তারা আল্লাহর হুকুম পালন করবে?” আমি বললাম, আল্লাহ ও তাঁর রাসূলই বেশি জানেন। তিনি বললেন, আল্লাহর উপর বান্দার হক হলো, তিনি তাদের শাস্তি দেবেন না।
(বুখারী-কিতাবুল লিবাস)
বাংলাদেশ সময়: ১১:১৬:৪৪ ১৫৯ বার পঠিত