ভারতের লোকসভা নির্বাচন নিয়ে দেশটির সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে’র বুথ ফেরত জরিপ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। এতে ক্ষমতাসীন জনতা পার্টির (বিজেপি) ভরাডুবির আভাস পাওয়া গেছে।
ফাঁস হওয়া ভিডিওতে দেখা যায়, গতবারের নির্বাচনের তুলনায় বিজেপি নেতৃত্বাধীন জোটের আসন সংখ্যা অর্ধেকে নেমে এসেছে।
ভারতীয় নির্বাচনী আচরণবিধি অনুসারে, লোকসভা নির্বাচনের সব ধাপের ভোট শেষ হওয়ার আগে এ ধরনের জরিপ প্রকাশের কোন সুযোগ নেই।
তবে ইতিমধ্যে ইন্ডিয়া ট্যুডের অ্যান্টি ফেক নিউজ ওয়ার (এএফডব্লিউএ) ফাঁস হওয়া ভিডিওকে ভুয়া বলে উল্লেখ করেছে।
ঘটনার বিস্তারিত সম্পর্কে জানা যায়, শুক্রবার ইন্ডিয়া টুডের টেলিভিশন স্ক্রিনে হঠাৎ করে বুথ ফেরত জরিপের ফলাফল ভেসে উঠে।
ইন্ডিয়া টুডে’র সঞ্চালক রাহুল কানওয়াল দর্শকদের আগামী ১৯ মে শেষ দফার ভোটগ্রহণের পর বুথফেরত জরিপ প্রকাশের প্রস্তুতি প্রসঙ্গে বলছিলেন।
তিনি জানাচ্ছিলেন, ১৯ মে সপ্তম দফার (শেষ দফা) ভোট গ্রহণের পর সন্ধ্যায় ওই জরিপের ফলাফল প্রকাশ করা হবে।
এসময় সময় হঠাৎ করেই ক্যামেরা ঘুরে যায় তার পেছন দিকে থাকা এক কম্পিউটার স্ক্রিনে। ওই স্ক্রিনে ভেসে ওঠে বুথফেরত জরিপের ফলাফল।
ফাঁস হওয়া জরিপে দেখা গেছে, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট ১৭৭ আসন পেয়েছে। এছাড়া কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ ১৪১ ও অন্যান্যরা পেয়েছে ২২৪ টি আসন।
এরপর তা দেশটির সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।
ইন্ডিয়া টুডে এ ঘটনায় ইতিমধ্যে দুঃখ প্রকাশ করেছে। তাদের পক্ষ থেকে বলা হয়েছে, যা ফাঁস হয়েছে তা আসলে প্রকৃত ফলাফল নয়, জরিপের ডামি।
বাংলাদেশ সময়: ১২:১৫:৫৩ ১৪৩ বার পঠিত