ঝড়ে আহতদের দেখতে হাসপাতালে ধর্ম প্রতিমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » ঝড়ে আহতদের দেখতে হাসপাতালে ধর্ম প্রতিমন্ত্রী
শনিবার, ১৮ মে ২০১৯



---

বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটের প্যান্ডেল ভেঙে পড়ে নামাজরত অবস্থায় আহতদের খোঁজ নিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ডিএমসিএইচ) ও পঙ্গু হাসপাতালে গিয়েছিলেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ। শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আহতদের সুচিকিৎসার যাবতীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তিনি।

এ সময় তিনি প্রায় ২ ঘন্টা ঢাকা মেডিকেলে অবস্থান করেন এবং আহতদের খোঁজ নেন। পরে শেখ আব্দুল্লাহ নগর পুলিশের বিশেষ শাখার (এসবি) এএসআই শরিফুল ইসলামকে (৩৬) দেখতে পঙ্গু হাসপাতালে ছুটে যান এবং তার চিকিৎসার খোঁজ খবর নেন। এছাড়াও প্রতিমন্ত্রী জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ক্ষতিগ্রস্ত অস্থায়ী মঞ্চ এলাকা পরিদর্শন করেন।

এর আগেম শুক্রবার হঠাৎ ঝড়-বৃষ্টিতে বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটের প্যান্ডেল ভেঙে পড়ে নামাজরত অবস্থায় শফিকুল ইসলাম (৩৬) নামে এক মুসল্লির মৃত্যু হয়েছে। এছাড়া আহত হন মোট ২২ জন। বর্তমানে ৩ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে আফজাল হোসেনের (৬৮) অবস্থা আশঙ্কাজনক। এই হতাহতের ঘটনা তদন্তে ইসলামিক ফাউন্ডেশনের সচিবের নেতৃত্বে ৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি আগামী মঙ্গলবার রিপোর্ট উপস্থাপন করবে।

বাংলাদেশ সময়: ২২:১৭:৫৮   ১৩৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ