বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর

প্রথম পাতা » কৃষি ও বাণিজ্য » বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর
শনিবার, ১৮ মে ২০১৯



---

বাংলাদেশিদের কঠোর পরিশ্রমী বলে ভূঁ’য়সী প্রশংসা করেছেন মালয়েশিয়ার ক্ষমতাসীন দলের সভাপতি ও সাবেক উপপ্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীম।

মালয়েশিয়া সফররত প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ইমরান আহমদ গত শুক্রবার আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাত করতে আনোয়ার এ প্রশংসা করেন।

এসময় দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়। এ সময় আনোয়ার ইব্রাহিম প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ইমরান আহমদকে বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের মানুষ অনেক পরিশ্রমী। এমন কর্মঠ বাংলাদেশী কর্মীদের বেতনভাতা, আবাসন এবং কল্যাণের বিষয়ে বর্তমান সরকার কাজ করছে বলে জানান আনোয়ার ইব্রাহিম। এ ছাড়া বিদেশী কর্মীদের সুষ্ঠু ও একক ব্যবস্থাপনা বিষয়ে সরকার কাজ করছে।’

প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ইমরান আহমদ বাংলাদেশী কর্মীদের কল্যাণে মালয়েশিয়া সরকারের আন্তরিকতার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। এ বিষয়ে তার সার্বিক সহযোগিতা কামনা করেন। তিনি বাংলাদেশে বিনিয়োগ করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মুহ. শহীদুল ইসলাম, কাউন্সিলর (শ্রম) মো. জহিরুল ইসলাম, প্রথম সচিব মো: হেদায়েতুল ইসলাম মণ্ডল (শ্রম) প্রমুখ।

বাংলাদেশ সময়: ২২:৩৮:৪১   ১৫৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

কৃষি ও বাণিজ্য’র আরও খবর


বঙ্গবন্ধুর জীবন এক বৃহৎ মহাকাব্য - কৃষিমন্ত্রী
উন্নয়ন প্রকল্পগুলো লক্ষ্যমাত্রা অনুযায়ী বাস্তবায়নের তাগিদ কৃষিমন্ত্রীর
নীলফামারীর ডোমারে বিএডিসি’র খামার পরিদর্শন করেন কৃষিমন্ত্রী
তেলের পর বাজারে বেড়েছে চিনি ও আটার দাম
দেশ যত উন্নতই হোক কৃষির উন্নতি না হলে মানুষের আয় বাড়বে না - কৃষিমন্ত্রী
প্রকাশনা শিল্পের চ্যালেঞ্জ মোকাবেলায় মনোযোগী হওয়ার তাগিদ
বৈশ্বিক খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে উন্নত দেশগুলোকে সহযোগিতা বৃদ্ধির আহ্বান কৃষিমন্ত্রীর
দেশে সেচ ব্যবস্থার উন্নয়নে ব্যাপক সাফল্য অর্জিত হয়েছে - কৃষিমন্ত্রী
উৎপাদনশীলতা দ্বিগুণ করতে আরো উন্নত জাতের ধান উদ্ভাবন করতে হবে - কৃষিমন্ত্রী
কৃষিপণ্যের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে - বাণিজ্যমন্ত্রী

আর্কাইভ