বল ইরানের কোর্টে, যুদ্ধ চায় না সৌদি আরব

প্রথম পাতা » আন্তর্জাতিক » বল ইরানের কোর্টে, যুদ্ধ চায় না সৌদি আরব
রবিবার, ১৯ মে ২০১৯



---

বল এখন ইরানের কোর্টে। তাই ইরানের সঙ্গে যুদ্ধ চায় না সৌদি আরবও। তবে সৌদি তেল সম্পদের ওপর গত সপ্তাহের হামলার পর সব শক্তি দিয়ে তাদের প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত রয়েছে তারা।

রোববার সৌদি আরবের প্রতিমন্ত্রী আদেল আল জুবায়ের এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন। খবর রয়টার্সের।

ইয়েমেনের হুতি গ্রুপের দাবি, মঙ্গলবার সৌদি আবরেব তেল পাম্প স্টেশনে ড্রোন হামলার জন্য তেহরানকে দায়ী করেছে রিয়াদ।

হামলাটি সংযুক্ত আরব আমিরাতের সমুদ্র উপকূলে সৌদি আরবের দুটি তেল ট্যাংকারসহ চারটি জাহাজ ক্ষতিগ্রস্ত হওয়ার চার দিন পর করা হয়।

ইরান অবশ্য এ হামলার দায় পুরোপুরি অস্বীকার করেছে।

এদিকে সৌদি আরবের পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী আদেল আল জুবায়ের বলেন, সৌদি আরব চায় না এই অঞ্চলে কোনো যুদ্ধবিগ্রহ সংঘটিত হোক।

তিনি বলেন, এই যুদ্ধটি প্রতিরোধ করার জন্য যা করা প্রয়োজন তা আমরা করব এবং এটাও নিশ্চিত করতে চাই যে অন্য পক্ষও যাতে যুদ্ধটি থেকে বিরত থাকে। সৌদি এ বিষয়টি সব শক্তি ও দৃঢ়তার সঙ্গে সাড়া দেবে এবং পাশাপাশি এটি নিজের এবং অন্যদের স্বার্থ রক্ষায় সহায়ক ভূমিকা পালন করবে, বলেন তিনি।

বাংলাদেশ সময়: ১৩:৩৯:০৫   ১৪৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


কানাডায় এলোপাথাড়ি গোলাগুলি, চার বাংলাদেশি আহত
মিয়ানমারের সামরিক অভ্যুত্থান ব্যর্থ করতে চায় জাতিসংঘ - গুতেরেস
ব্রাজিলে করোনায় ২ লাখ ২৭ হাজার ৫৬৩ জনের মৃত্যু
করোনায় বিশ্বে মৃত্যুর সংখ্যা ২২ লাখ ৭৬ হাজার ছাড়াল
ঘরের মাঠে টানা দ্বিতীয় হার লিভারপুলের
ফেসবুক বন্ধ করল মিয়ানমারে সামরিক জান্তা
করোনার বিরুদ্ধে ৯২ শতাংশ কার্যকর স্পুটনিক ভি
করোনার ছোবলে থামছে না প্রাণহানি, মৃত্যুর সংখ্যা ২২ লাখ ৪৭ হাজার
মিয়ানমার ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক আজ
তুর্কি নিয়ন্ত্রিত উত্তর সিরিয়ায় গাড়ি বোমা বিস্ফোরণে ১২ জন নিহত

আর্কাইভ