আল কোরআন ও আল হাদিস

প্রথম পাতা » ছবি গ্যালারী » আল কোরআন ও আল হাদিস
সোমবার, ২০ মে ২০১৯



---

আল কোরআন

বিসমিল্লাহির রাহমানির রাহিম

সূরা আনআম
মক্কায় অবতীর্ণ
৭৬. যখন রাতের অন্ধকার তাকে আবৃত করলো, তখন সে আকাশের একটি তারকা দেখতে পেল, আর বললো, ‘এটাই আমার রব!’ অতঃপর যখন সেটা অস্তমিত হল তখন সে বলল, ‘আমি অস্তগামীদের ভালোবাসি না।’
৭৭. আর যখন সে আকাশে চাঁদকে উজ্জ্বল আভায় দেখতে পেল তখন বলল, ‘এটাই আমার রব।’ সেটাও যখন অস্তমিত হলো তখন বললো, ‘আমার রব যদি আমাকে পথপ্রদর্শন না করেন তাহলে আমি পথভ্রষ্ট সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হয়ে যাবো।’
৭৮. অতঃপর যখন সে সূর্যকে উদ্ভাসিত দেখতে পেলো তখন সে বললো, ‘এটাই আমার রব! এটাই সবচেয়ে বড়।’ অতঃপর যখন সেটা ডুবে গেল, তখন বললো, ‘হে আমার সম্প্রদায়! তোমাদের শিরকের সাথে আমার আদৌ কোন সম্পর্ক নেই, আমি মুক্ত।’

আল হাদিস
২০। আনাস ইবনে মালেক (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা মু‘য়ায একটি জন্তুর পিঠে নবী (স)-এর পেছনে আরোহী ছিলেন। নবী (স) মু‘য়াযকে ডেকে বললেন “হে, মু‘য়ায ইবনে জাবাল।” মু‘য়ায (রা) জবাবে বললেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সা’দাইকা। তিনি আবার ডাকলেন “হে মু‘য়ায” উত্তরে মু‘য়ায বললেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সা‘দাইকা। এভাবে তিনবার ডাকার পর তিনি বললেন, “কেউ যদি সর্বান্তকরণে সত্যিকার ভাবে একথার সাক্ষ্য দেয় যে, “আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই এবং মুহাম্মদ (স) তাঁর রাসূল” তাকে আল্লাহ জাহান্নামের জন্য হারাম করে দেবেন। (একথা শুনে) মু‘য়ায (রা) বললেন, হে আল্লাহর রাসূল! আমি কি জনগণকে এ বিষয়ে জানাবো, যাতে তারা এ সুসংবাদ পেয়ে খুশি হতে পারে? রাসূলুল্লাহ (স) বললেন, “না, এমতাবস্থায় তারা আমল ছেড়ে দিয়ে এর উপরই ভরসা করে বসে থাকবো।” মু‘য়ায (রা) ইল্ম গোপন করার পাপে অভিযুক্ত হওয়ার আশংকায় মৃত্যুর সময় তিনি এ হাদীসটি প্রকাশ করেন।
(বুখারী-কিতাবুল ইল্ম)

বাংলাদেশ সময়: ১১:২১:৪৬   ১১৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ