রং-কেমিক্যাল দিয়ে শিশুদের খাবার, ২০ লাখ টাকা জরিমানা

প্রথম পাতা » আইন আদালত » রং-কেমিক্যাল দিয়ে শিশুদের খাবার, ২০ লাখ টাকা জরিমানা
মঙ্গলবার, ২১ মে ২০১৯



---

ক্ষতিকর রং ও কেমিক্যাল দিয়ে শিশু খাদ্য তৈরির অভিযোগে কেরানীগঞ্জের ইয়োকো ফুড অ্যান্ড এগ্রো লিমিটেড কোম্পানিকে ২০ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। এছাড়া ভেজাল শরবতের পাউডার তৈরির জন্য টপটেন নামে আরও একটি কোম্পানিকে ৬ লাখ টাকা জরিমানা এবং সিলগালা করে দেয় র‌্যাব। এদিকে যাত্রাবাড়ীতে তারিখ পরিবর্তন ও নোংরা পরিবেশের কারণে রস মিষ্টান্ন কোম্পানিকে ৪ লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

জানা যায়, কেরানীগঞ্জের গদ্দার বাগ এলাকায় ক্ষতিকর কেমিক্যালের মিশ্রণে শিশুদের লিচি, জেলি ও ম্যাংগো জুস তৈরি করে করে আসছিল ইয়োকো ফুড অ্যান্ড এগ্রো নামের এই কোম্পানি। মঙ্গলবার (২১ মে) দুপুরে অভিযানে চালিয়ে শিশুদের জন্য ক্ষতিকর এই দুই খাদ্যের উৎপাদন বন্ধ করে দেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

এদিকে রমজানে আর তীব্র গরমকে পুঁজি করে মানবদেহের জন্য ক্ষতিকর রং মিশিয়ে টপটেন নামের শরবত তৈরি করে আসছিল এক শ্রেণির মুনাফালোভী ব্যবসায়ী। মানহীন খাবার ও নোংরা অস্বাস্থ্যকর পরিবেশের জন্য জরিমানা ও প্রতিষ্ঠানটি সিলগালা করে দেয় র‌্যাব।

এছাড়া রাজধানীর যাত্রাবাড়ীর কাজলায় অভিযানে মিষ্টান্ন কোম্পানির কারখানা পরিদর্শনে আসেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা। এসময় নোংরা পরিবেশে মিষ্টি পরিবহন, কারখানার ভেতরে মেঝেতে খালি অবস্থায় দই-মিষ্টি তৈরি করতে দেখা যায়। এছাড়া ফ্রিজের ভেতরে ২০-২৫ দিন আগের মিষ্টি মুজদ ও ঘিয়ের ক্রিমে ফড়িং ভাসার চিত্র ক্যামেরায় ধরা পড়ে।

অপরদিকে যাত্রাবাড়ীর কোনাবাড়ি এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরির জন্য কুমিল্লা মিষ্টান্ন ভাণ্ডারকে ৫০ হাজার টাকা জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বাংলাদেশ সময়: ২৩:১৯:৩৬   ১৫৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আইন আদালত’র আরও খবর


এমসি কলেজে দলবেঁধে ধর্ষণ: আদালত পরিবর্তন চেয়ে হাইকোর্টে আবেদন
পিকে হালদারের সহযোগী শঙ্খ ব্যাপারী কারাগারে
নির্বাচন কমিশনারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ফের রাষ্ট্রপতির কাছে চিঠি
আর্থিক বিচারে এখতিয়ার বাড়লো সিভিল কোর্টের
সাবেক বিচারক শাহবাগ থানায় মেয়ের বিরুদ্ধে জিডি করলেন
কারাগারে ফরিদপুরের দুই ইউপি চেয়ারম্যান
নারী সাক্ষীর সঙ্গে অশোভন আচরণ করায় বিচারক প্রত্যাহার
রাজধানীতে মা-ছেলে হত্যা মামলায় স্বামীসহ ৩ জনের মৃত্যুদণ্ড
বিকৃত যৌন আচরণের শিকার হচ্ছে নারী ও শিশুরা
মাদক মামলায় পাপিয়া ও তার স্বামীর বিচার শুরু

আর্কাইভ