চট্টগ্রামে সিএমসিসিআইর উদ্যোগে ভর্তুকি মূল্যে ভোগ্যপণ্য বিক্রি

প্রথম পাতা » চট্টগ্রাম » চট্টগ্রামে সিএমসিসিআইর উদ্যোগে ভর্তুকি মূল্যে ভোগ্যপণ্য বিক্রি
মঙ্গলবার, ২১ মে ২০১৯



---

পবিত্র রমজান মাস উপলক্ষে চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিএমসিসিআই) এর উদ্যোগে ভর্তুকি মূল্যে ভোগ্যপণ্য বিক্রয় কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। বাজারের চেয়ে কম দামে এখান থেকে পণ্য কিনতে পারবেন গরিব ও দুস্থরা।

মঙ্গলবার সকাল ১১টায় অক্সিজেনস্থ কেডিএস গার্মেন্টসের সামনে এর উদ্বোধন করেন প্রধান অতিথি চট্টগ্রাম-১৪ আসনের সাংসদ আলহাজ¦ নজরুল ইসলাম চৌধুরী এম.পি।

এ সময় উপস্থিত ছিলেন সিএমসিসিআই সভাপতি খলিলুর রহমান, সহ-সভাপতি এ.এম. মাহবুব চৌধুরী, পরিচালক জসিম উদ্দিন চৌধুরীসহ মেট্রোপলিটন চেম্বারের সদস্য, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং গণমান্য ব্যক্তিরা।

বিক্রয় কেন্দ্রে চালের মূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি কেজি ২৫ টাকা, চিনি প্রতি কেজি ৪০ টাকা এবং ভোজ্য তেল প্রতি বোতল (১ লিটার) ৭০ টাকা।

একজন সর্বোচ্চ দুই কেজি চিনি, পাঁচ কেজি চাল এবং প্রতি বোতল (১ লিটার) সয়াবিন তেল কিনতে পারবেন। পুরো রমজানে বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলবে এ কার্যক্রম।
অনুষ্ঠানে চট্টগ্রাম ১৪ আসনের সম্মানিত সাংসদ মো. নজরুল ইসলাম চৌধুরী উপস্থিত হওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন সিএমসিসিআই সভাপতি খলিলুর রহমান।

তিনি বলেন, আমরা যেন আগামীতেও এ ধরনের জন কল্যাণমূলক কাজ করতে পারি।

সিএমসিসিআই সহ সভাপতি এ.এম. মাহবুব চৌধুরী বলেন, প্রতি বছর দুস্থ ও গরিব মানুষের সুবিধার্থে রমজানে ভর্তুকি মূল্যে বিক্রয় কার্যক্রম চালু করে থাকি। এ বছরও আমরা কার্যক্রমের ধারাবাহিকতায় চাল, চিনি ও তেল ভর্তুকি মূল্যে সাধারণ মানুষের মধ্যে বিক্রয় করছি।

পরিচালক জসিম উদ্দিন চৌধুরী বলেন, সাধারই মানুষের হাতের নাগালে যাতে এ রমজানে প্রয়োজনীয় ভোগ্যপণ্য ভর্তুকি মূল্যে পেতে পারে তার জন্য আমরা এ বিক্রয় কার্যক্রম প্রতিবারের মতো এবারও চালু করেছি। আশা করি আগামীতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।

প্রধান অতিথি সাংসদ আলহাজ¦ নজরুল ইসলাম চৌধুরী বলেন, এ ধরনের মহতী উদ্যোগ গ্রহণ করায় আমি আন্তরিকভাবে খুশি হয়েছি। তিনি সিএমসিসিআই কর্তৃপক্ষের মতো রমজান মাসে সাধারণ মানুষের জন্য অন্যান্য ব্যবসায়ীদেরও এগিয়ে আসার জন্য আহ্বান জানান। বলেন, তাহলেই দেশ ও জাতির মঙ্গল হবে বলে আশা প্রকাশ করেন।

বাংলাদেশ সময়: ২৩:৫২:১৩   ১৪৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


ফিরলেন লিটন, নতুন মাইলফলক সাকিবের
চট্টগ্রামে করোনায় আক্রান্তের সংখ্যা ৩৩ হাজার ছাড়ালো
গুলির উৎস খুঁজতে গিয়ে মিলল অস্ত্রের কারখানা!
ফেনী শর্শদীর ইউপি চেয়ারম্যান সাময়িক বহিষ্কৃত
চট্টগ্রামের নির্বাচনেও মাঠে ছিল না বিএনপি - তথ্যমন্ত্রী
সহিংসতা-সংঘর্ষ-ইভিএম ভাঙচুর: ২ কেন্দ্রের ভোট স্থগিত
অপহরণের ৫ দিন পর মাদরাসাছাত্র উদ্ধার, আটক বাবুর্চি
চট্টগ্রামে আওয়ামী লীগ প্রার্থীর স্ত্রীর ওপর বিএনপির হামলা
মধ্যরাতে বন্যহাতির তাণ্ডব, প্রাণ গেল ২ কিশোরের
বিত্ত কখনো রাজনীতি নিয়ন্ত্রণ করতে পারে না - তথ্যমন্ত্রী

আর্কাইভ