বসলো ১৩ তম স্প্যান, দৃশ্যমান পদ্মাসেতুর ১৯৫০ মিটার

প্রথম পাতা » ছবি গ্যালারী » বসলো ১৩ তম স্প্যান, দৃশ্যমান পদ্মাসেতুর ১৯৫০ মিটার
শনিবার, ২৫ মে ২০১৯



---

পদ্মা সেতুর ১৩ তম স্প্যান বসানো হয়েছে। এতে দৃশ্যমান হলো পদ্মা সেতুর মূল কাঠামোর ১৯৫০ মিটার।

শনিবার সকাল ৯টা ৫৫ মিনিটের দিকে পদ্মা সেতুতে ১৩ তম স্প্যান বসানো হয়। ১৫০ ফুট দৈর্ঘ্যের ‘৩-বি’ নম্বরের স্প্যানটি মাওয়া প্রান্তের ১৪ ও ১৫ নম্বর খুঁটির ওপর বসানো হয় এটি।

পদ্মায় প্রচণ্ড স্রোত থাকায় শুক্রবার পদ্মা সেতুতে ১৩ তম স্প্যান বসানো সম্ভব হয়নি।

পদ্মাসেতুর উপ-সহকারী প্রকৌশলী হুমায়ুন কবীর জানান, সকাল ৯টা ৫৫ মিনিটের দিকে স্প্যানটি মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে ১৪ ও ১৫ নম্বর পিলারের ওপর দেশি-বিদেশি প্রকৌশলীদের চেষ্টায় সফলভাবে বসানো সম্ভব হয়েছে। তৃতীয় মডিউলের দুই নম্বর স্প্যান এটি।

সকাল থেকেই পদ্মা উত্তাল, মেঘাচ্ছন্ন আকাশ আর এর মধ্যেই শুরু হয় স্প্যান বসানোর কার্যক্রম।

তিনি বলেন, শুক্রবার সকাল থেকে পদ্মায় ঢেউ বেশি থাকায় স্প্যানবহনকারী ক্রেন রওনা দিতে বিলম্ব হয়। বেলা ১১টা ১০ মিনিটে স্প্যানটি নির্ধারিত দুটি পিলারের সামনে পৌঁছায়। ধূসর রংয়ের ১৫০ মিটার দৈর্ঘ্য ও তিন হাজার ১৪০ টন ওজনের স্প্যানটিকে ‘তিয়ান ই’ ভাসমান ক্রেনটি বহন করে।

স্প্যানটি নির্ধারিত পিলারের কাছে পৌঁছতে বেশি সময় লেগে যাওয়ায় সেটি শুক্রবার বসানো স্থগিত করা হয়। আজ সকালে আবার স্প্যান বসানো হয়।

এর আগে ৬ মে ১২তম স্প্যানটি সেতুর ২০ ও ২১ নম্বর পিলারের ওপর বসানো হয়।

২০১৪ সালের ডিসেম্বরে পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু হয়। ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর সেতুর প্রথম স্প্যান বসানো হয়।

এরপর পর্যাক্রমে সেতুর ১২টি স্প্যান বসানো হয়। এখন পর্যন্ত জাজিরা প্রান্তে সেতুর এক হাজার ৩৫০ মিটার ও মাওয়া প্রান্তে একটি স্থায়ী ও একটি অস্থায়ী স্প্যান মিলে ৩০০ মিটার এবং সেতুর মাঝ বরাবর একটি অস্থায়ীভাবে স্প্যান বসানোয় সেতুর মোট এক হাজার ৮০০ মিটার দৃশ্যমান রয়েছে।

৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ এ সেতুতে ৪২টি পিলারের ওপর মোট ৪১টি স্প্যান বসবে।

বাংলাদেশ সময়: ১৪:২২:০৬   ১৩৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ