পাকিস্তানের বিশ্বকাপ দলে তিন পরিবর্তন, ঠাঁই পেলেন যারা

প্রথম পাতা » খেলাধুলা » পাকিস্তানের বিশ্বকাপ দলে তিন পরিবর্তন, ঠাঁই পেলেন যারা
শনিবার, ২৫ মে ২০১৯



---

আগামী ২৩ মে পর্যন্ত অংশগ্রহণকারী দলগুলোর জন্য বিশ্বকাপ স্কোয়াডে খেলোয়াড় পরিবর্তন আনার সুযোগ রেখেছে আইসিসি। সেই সুযোগ কাজে লাগিয়ে দলে বড় পরিবর্তন আনলো পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তিনজনকে দলে ঢুকিয়েছে বোর্ড।

তারা হলেন মোহাম্মদ আমির, ওয়াহাব রিয়াজ ও আসিফ আলি। এ তিনজনকে স্থান দিতে বাদ পড়েছেন ওপেনিং ব্যাটসম্যান আবিদ আলি, বাঁহাতি পেসার জুনায়েদ খান ও পেস অলরাউন্ডার ফাহিম আশরাফ।

গেল মাসে বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করে পিসিবি। সেই দলে ছিলেন না আমির। সবশেষ চ্যাম্পিয়নস ট্রফি (২০১৭) জেতাতে অগ্রণী ভূমিকা রাখেন তিনি। এছাড়া ইংল্যান্ডের মাটিতে রেকর্ড ভালো হওয়ায় তার বাদ পড়া নিয়ে বিস্ময় তৈরি হয়। তাকে অন্তর্ভুক্ত করতে জোরালো দাবি তোলেন সাবেক পাক কিংবদন্তি ক্রিকেটার থেকে শুরু করে ভক্ত সমর্থকরা। অবশেষে চূড়ান্ত দলে ঠাঁই পেলেন বাঁহাতি পেসার।

ইংল্যান্ডের বিপক্ষে সদ্য সমাপ্ত পাঁচ ম্যাচ সিরিজে ব্যাটসম্যানরা দারুণ খেললেও একদমই সুবিধা করতে পারেননি পাকিস্তানের বোলাররা। বোলিং আক্রমণের দুর্বলতা কাটাতেই বিশ্বকাপ স্কোয়াডে আরেক বাঁহাতি পেসার ওয়াহাব রিয়াজকে যুক্ত করেছে বোর্ড। অভিজ্ঞতার কারণে তাকে নেয়া হয়েছে।

ভাগ্য খুলেছে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে দুর্দান্ত ব্যাটিং করা হার্ডহিটার আসিফের। বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াডে জায়গা পেয়েছেন তিনি। ক্রিকেটের বৈশ্বিক আসরের কথা চিন্তা করে অসুস্থ মেয়েকে যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন রেখে ইংল্যান্ডে খেলতে গেছেন তিনি। রোববার সিরিজের পঞ্চম ওয়ানডে চলাকালীন মেয়ের মৃত্যুর খবর পান। খেলার জন্য যার এত ত্যাগ স্বীকার, বিশ্বকাপের পরিবর্তিত দলে জায়গা পেয়ে কষ্টের ক্ষতে কিছুটা হলেও প্রলেপ দিতে পারবেন এ ফিনিশার।

পাকিস্তানের পরিবর্তিত বিশ্বকাপ স্কোয়াড: সরফরাজ আহমেদ (অধিনায়ক), ফখর জামান, ইমাম উল হক, বাবর আজম, শোয়েব মালিক, মোহাম্মদ হাফিজ, আসিফ আলি, শাদাব খান, ইমাদ ওয়াসিম, হারিস সোহেল, হাসান আলি, শাহীন শাহ আফ্রিদি, মোহাম্মদ আমির, ওয়াহাব রিয়াজ ও মোহাম্মদ হাসনাইন।

বাংলাদেশ সময়: ১৪:২৪:৫৮   ১৬৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


ঘরের মাঠে টানা দ্বিতীয় হার লিভারপুলের
ফিরলেন লিটন, নতুন মাইলফলক সাকিবের
জয় তুলে দ্বিতীয় স্থানে উঠে এলো বার্সা
উইন্ডিজদের বিপক্ষে মুকিদুলের চার উইকেট
একদিন আগেই দ. আফ্রিকাকে হারিয়েছে পাকিস্তান
আবাহনী-মোহামেডান লড়াই আজ
সাকিব-তামিম-মাশরাফি পাচ্ছেন সেরা করদাতার পুরস্কার
বড় জয়ে পরের রাউন্ডে টটেনহাম
ল্যাম্পার্ড: চেলসির নায়ক থেকে খল নায়ক
বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

আর্কাইভ