পাকিস্তানে মসজিদে বোমা হামলায় ইমামসহ নিহত ৩

প্রথম পাতা » আন্তর্জাতিক » পাকিস্তানে মসজিদে বোমা হামলায় ইমামসহ নিহত ৩
শনিবার, ২৫ মে ২০১৯



---

পাকিস্তানের কোয়েটার পশতুন আবাদে একটি মসজিদে বোমা হামলায় ইমামসহ ৩ জন নিহত ও ২৮ জন আহত হয়েছেন। কোয়েটার রাহমানিয়া মসজিদে জুমার নামাজের প্রস্তুতির সময় এ হামলার ঘটনা ঘটে।

নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর জিয়ো নিউজ ও এক্সপ্রেস নিউজের।

মসজিদ কর্তৃপক্ষের বরাতে জিয়ো নিউজ জানায়, ওই মসজিদে জুমার জামাত অনুষ্ঠিত হওয়ার কিছুক্ষণ আগে ওই বোমা হামলা হয়। এখন পর্যন্ত এখন কোন সন্ত্রাসী গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি।

হামলার পরপরই পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে এবং তদন্ত শুরু করেছে।

বেলুচিস্তানের ডেপুটি পুলিশ ইন্সপেক্টর জেনারেল আব্দুল রাজ্জাক চীমা বলেন, একটি ইমপ্রোভাইজড বিস্ফোরক যন্ত্রের (আইইডি) মাধ্যমে বিস্ফোরণ ঘটানো হয়। হামলায় ওই মসজিদের ইমামসহ ৩ জন নিহত হয়েছে। পুলিশ ঘটনাটির তদন্ত করছে।

হামলার পর রাহমানীয়া মসজিদের কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়ে। যাতে দেখা যাচ্ছে, হামলায় মসজিদের ভেতরের অংশ বেশ ক্ষতিগ্রস্থ হয়েছে।

জুমার নামাজের সময় মসজিদে হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ও প্রেসিডেন্ট ড. আরিফ আলভি। আহতদের সর্বোচ্চ চিকিৎসাসেবা দেয়ার জন্য নির্দেশ দেয়ার পাশাপাশি হতাহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন তারা।

বাংলাদেশ সময়: ১৪:৩০:৪৮   ১৬৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


কানাডায় এলোপাথাড়ি গোলাগুলি, চার বাংলাদেশি আহত
মিয়ানমারের সামরিক অভ্যুত্থান ব্যর্থ করতে চায় জাতিসংঘ - গুতেরেস
ব্রাজিলে করোনায় ২ লাখ ২৭ হাজার ৫৬৩ জনের মৃত্যু
করোনায় বিশ্বে মৃত্যুর সংখ্যা ২২ লাখ ৭৬ হাজার ছাড়াল
ঘরের মাঠে টানা দ্বিতীয় হার লিভারপুলের
ফেসবুক বন্ধ করল মিয়ানমারে সামরিক জান্তা
করোনার বিরুদ্ধে ৯২ শতাংশ কার্যকর স্পুটনিক ভি
করোনার ছোবলে থামছে না প্রাণহানি, মৃত্যুর সংখ্যা ২২ লাখ ৪৭ হাজার
মিয়ানমার ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক আজ
তুর্কি নিয়ন্ত্রিত উত্তর সিরিয়ায় গাড়ি বোমা বিস্ফোরণে ১২ জন নিহত

আর্কাইভ