সৌদির কাছে অস্ত্র বিক্রির সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রের আইন প্রণেতাদের উদ্বেগ

প্রথম পাতা » আন্তর্জাতিক » সৌদির কাছে অস্ত্র বিক্রির সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রের আইন প্রণেতাদের উদ্বেগ
শনিবার, ২৫ মে ২০১৯



---

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন সেদেশের আইনসভা কংগ্রেসকে পাশ কাটিয়ে সৌদি আরব ও এর মিত্রদের কাছে অস্ত্র বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। সৌদি আরব ছাড়াও সংযুক্ত আরব, আমিরাত ও জর্ডানের কাছে ৮শ’ ১০ কোটি ডলার মূল্যের অস্ত্র বিক্রির এই সিদ্ধান্ত নেয়া হয়। এর কারণ হিসেবে ইরানের হুমকির কথা উল্লেখ করা হয়েছে। খবর এএফপির।

এদিকে ট্রাম্প প্রশাসনের এমন সিদ্ধান্তে বিক্ষুব্ধ আইনপ্রনেতাদের আশঙ্কা এসব অস্ত্র ইয়েমেনে বেসামরিক নাগরিকদের হত্যায় ব্যবহার করা হতে পারে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেন, প্রশাসন সৌদি আরব, সংযুক্ত আরব-আমিরাত ও জর্ডানের কাছে ২২ ধরনের অস্ত্র হস্তান্তরের অনুমোদনের ক্ষেত্রে কংগ্রেসের প্রয়োজনীয় যাচাই-বাছাইয়ের প্রয়োজনীয়তাকে এড়িয়ে যাবে। কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, অস্ত্র বিক্রির নিষেধাজ্ঞা আরব মিত্রদের অভিযান সক্ষমতাকে প্রভাবিত করবে।

এক বিবৃতিতে পম্পেও আরো বলেন, এসব অস্ত্র বিক্রির উদ্দেশ্য হচ্ছে ইরানের আগ্রাসন ঠেকানো এবং অংশীদার দেশগুলোর আত্ম-প্রতিরক্ষা সক্ষমতা গড়ে তোলা।

সিনেটর রবার্ট মেনান্দাজ শুক্রবার এসব অস্ত্র বিক্রির সিদ্ধান্তের কথা জানিয়ে আশঙ্কা প্রকাশ করেন যে অস্ত্রগুলো ইয়েমেনের মানবিক সংকটের আরো অবনতি ঘটাতে পারে। সেখানে মার্কিন মিত্র দেশগুলো ব্যাপক অভিযান চালাচ্ছে। তিনি তার ক্ষমতা কাজে লাগিয়ে সৌদি আরব ও সংযুক্ত আরব-আমিরাতে এসব অস্ত্রের চালান বন্ধের চেষ্টা করেন।

সিনেটের বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিটির শীর্ষ ডেমোক্রেট মেনান্দাজ এক বিবৃতিতে বলেন, ‘আমি হতাশ হয়েছি কিন্তু অবাক হইনি। কারণ ট্রাম্প প্রশাসন আরো একবার আমাদের দীর্ঘ মেয়াদি জাতীয় নিরাপত্তার বিভিন্ন স্বার্থ বা মানবাধিকারের পক্ষে দাঁড়াতে ব্যর্থ হয়েছে। ’

তিনি বলেন, ট্রাম্প প্রশাসন এ ব্যাপারে জরুরি প্রয়োজনীয়তার আইনগত কোন ব্যাখ্যা দিতে পারেনি। তিনি এ সিদ্ধান্ত মোকাবেলায় আইনপ্রনেতাদের সাথে কাজ করার অঙ্গীকার করেন।

মেনান্দাজ বলেন, ‘এটার ওপর নির্ভর করছে লাখ লাখ মানুষের জীবন।’

বাংলাদেশ সময়: ১৪:৪১:১০   ২০৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


কানাডায় এলোপাথাড়ি গোলাগুলি, চার বাংলাদেশি আহত
মিয়ানমারের সামরিক অভ্যুত্থান ব্যর্থ করতে চায় জাতিসংঘ - গুতেরেস
ব্রাজিলে করোনায় ২ লাখ ২৭ হাজার ৫৬৩ জনের মৃত্যু
করোনায় বিশ্বে মৃত্যুর সংখ্যা ২২ লাখ ৭৬ হাজার ছাড়াল
ঘরের মাঠে টানা দ্বিতীয় হার লিভারপুলের
ফেসবুক বন্ধ করল মিয়ানমারে সামরিক জান্তা
করোনার বিরুদ্ধে ৯২ শতাংশ কার্যকর স্পুটনিক ভি
করোনার ছোবলে থামছে না প্রাণহানি, মৃত্যুর সংখ্যা ২২ লাখ ৪৭ হাজার
মিয়ানমার ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক আজ
তুর্কি নিয়ন্ত্রিত উত্তর সিরিয়ায় গাড়ি বোমা বিস্ফোরণে ১২ জন নিহত

আর্কাইভ