প্রতিটি ম্যাচই আমার কাছে শেষ সুযোগ - সাব্বির

প্রথম পাতা » খেলাধুলা » প্রতিটি ম্যাচই আমার কাছে শেষ সুযোগ - সাব্বির
সোমবার, ২৭ মে ২০১৯



---

ক্যারিয়ারের বয়স হয়ে গেছে সাড়ে ৪ বছর। কিন্তু জাতীয় দলে নিজেকে আবশ্যিক করে তুলতে পারেননি সাব্বির রহমান। ধারাবাহিকতার অভাবের পাশাপাশি মাঠের বাইরে নানা কেলেঙ্কারিতে জড়িয়েছেন প্রতিভাবান এই তরুণ হার্ডহিটার। এরপরেও তার সামর্থ্যে আস্থা কমেনি দলের। অধিনায়ক মাশরাফির ইচ্ছায় সুযোগ পেয়েছেন ত্রিদেশীয় সিরিজ এবং বিশ্বকাপ দলে। সেখানেও তার প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড়িয়ে গেছেন মোসাদ্দেক হোসেন সৈকত। তাই সাব্বির প্রতিটি ম্যাচই খেলতে নামেন নিজের শেষ সুযোগ ধরে নিয়ে।

একজন বিকল্প প্রস্তুত থাকা মানে প্রত্যাশা পূরণ করতে না পারলেই জায়গা হারানোর শঙ্কা। সাব্বির নিজেও জানেন সেই চ্যালেঞ্জ সম্পর্কে। সাংবাদিকদের সাব্বির বলেন, ‘আমি সবসময় অনুভব করি, এটা আমার শেষ ম্যাচ। এখানে ভালো করে, আত্মবিশ্বাস নিয়ে দ্বিতীয় ম্যাচে ভালো করতে হবে। দ্বিতীয় ম্যাচে ভালো করে পরের ম্যাচ চেষ্টা করতে হবে। শেষ ম্যাচ ধরে নিয়েই সবটা দেওয়ার চেষ্টা করি। অনুশীলনে আমি আত্মবিশ্বাসী। আমি সবসময়ই অনুশীলনে বিশ্বাস করি। অনুশীলনে যদি আমি ভালো করি, তাহলে ম্যাচের জন্য বিশ্বাস গড়ে ওঠে। আমি যদি অনুশীলন ঠিকমতো করতে পারি, ম্যাচেও ভালো বিশ্বাস আসবে।’

পাকিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচটা পণ্ড হওয়ায় বেশ হতাশ সাব্বির। তার ভাষায়, ‘ত্রিদেশীয় সিরিজে আমি সেরকম ব্যাটিং করতে পারিনি। টপ অর্ডার ভালো করায় সুযোগ আসেনি। একটি সুযোগ পেয়েছিলাম, কাজে লাগাতে পারিনি। আজকের (গতকাল) প্র্যাকটিস ম্যাচটা অনেক গুরুত্বপূর্ণ ছিল আমার জন্য। এখন পরের ম্যাচটি গুরুত্বপূর্ণ। খেলা না হওয়া হতাশার। তবে দল ভালো শেপে আছে, আমিও ভালো শেপে আছি। অনুশীলন করছি। যে উইকেটে খেলা হবে, সে রকম উইকেটেই অনুশীলন করছি। দেখা যাক সামনে কী হয়।’

বাংলাদেশ সময়: ১২:১৪:০১   ১৫৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


ঘরের মাঠে টানা দ্বিতীয় হার লিভারপুলের
ফিরলেন লিটন, নতুন মাইলফলক সাকিবের
জয় তুলে দ্বিতীয় স্থানে উঠে এলো বার্সা
উইন্ডিজদের বিপক্ষে মুকিদুলের চার উইকেট
একদিন আগেই দ. আফ্রিকাকে হারিয়েছে পাকিস্তান
আবাহনী-মোহামেডান লড়াই আজ
সাকিব-তামিম-মাশরাফি পাচ্ছেন সেরা করদাতার পুরস্কার
বড় জয়ে পরের রাউন্ডে টটেনহাম
ল্যাম্পার্ড: চেলসির নায়ক থেকে খল নায়ক
বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

আর্কাইভ