শাহজালাল বিমানবন্দরে ১০ কেজি স্বর্ণসহ যাত্রী আটক

প্রথম পাতা » ছবি গ্যালারী » শাহজালাল বিমানবন্দরে ১০ কেজি স্বর্ণসহ যাত্রী আটক
মঙ্গলবার, ২৮ মে ২০১৯



---

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১০ কেজি ৩০০ গ্রাম ওজনের ১০৩টি স্বর্ণবারসহ এক যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টমস হাউজ।

সোমবার রাত ১১টার দিকে ওই যাত্রীর দেহ তল্লাশি করে এসব স্বর্ণবার উদ্ধার করা হয়।

আটক যাত্রীর নাম আব্দুস সালাম (৪৮)। তার বাড়ি গাজীপুর জেলার শ্রীপুরে। তার পাসপোর্ট নম্বর বিওয়াই ০০৩৬৭২৪।

ঢাকা কাস্টম হাউসের কর্মকর্তারা জানান, সোমবার রাত ১০টা ৪০ মিনিটে সিঙ্গারপুর থেকে আসা সিঙ্গাপুর এয়ারলাইন্সের এসকিউ৪৪৬ ফ্লাইটে আসেন আব্দুস সালাম।

গোপন সংবাদের ভিত্তিতে তিনি প্লেন থেকে নামলে তাকে বোর্ডিং ব্রিজ থেকেই অনুসরণ করা হয়। আর্চওয়ে মেশিনের মাধ্যমে চেকিং করা হলে তার পরিহিত প্যান্টের মধ্যে ধাতব পদার্থের সংকেত পাওয়া যায়।

এরপর তার প্যান্টের বিভিন্ন অংশ থেকে লুকায়িত অবস্থায় সাদা রঙের স্কচটেপে মোড়ানো দুটি প্যাকেট উদ্ধার করা হয়। যেখানে ১০৩টি স্বর্ণবার পাওয়া যায়।

প্রতিটি বারের ওজন ১০০ গ্রাম। এসব স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ কোটি ১৫ লাখ টাকা।

প্রাথমিকভাবে আব্দুস সালাম স্বীকার করেছেন যে তিনি স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত। তবে এসব স্বর্ণের প্রকৃত মালিক এইচএম নুরুজ্জামান ওরফে জিকো নামক এক ব্যক্তি, যিনি ঢাকা খিলক্ষেতের বাসিন্দা।

এছাড়া তার মোবাইলে জিকোর ছবি এবং পাসপোর্টের ছবিও পাওয়া গেছে।

বাংলাদেশ সময়: ১১:০৫:০৭   ১৫১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ