ভারতের বিপক্ষে টাইগারদের ৯ বোলার!

প্রথম পাতা » খেলাধুলা » ভারতের বিপক্ষে টাইগারদের ৯ বোলার!
মঙ্গলবার, ২৮ মে ২০১৯



---

বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ৯ জন বোলার ব্যবহার করেও ভারতের রানের স্রোত ঠেকাতে পারেননি টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

ভালো শুরুর পরও খেই হারিয়ে ফেলা। এই একটা কারণেই অনেক ম্যাচে বাজেভাবে হেরে যায় বাংলাদেশ।

মঙ্গলবার ইংল্যান্ডের কার্ডিফে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ভারতকে ইনিংসের শুরুতেই চাপের মধ্যে ফেলে দেন মোস্তাফিজ-রুবেল সাইফউদ্দিনরা। ১০২ রানে ভারতের প্রথম সারির চার ব্যাটসম্যানকে সাজঘরে ফেরান মোস্তাফিজ- রুবেলরা।

শুরুতে বিরাট কোহলির দলকে চাপের মধ্যে রাখতে পারলেও সেই ধারাবাহিকতা অব্যাহত রাখতে পারেননি টাইগার বোলাররা।
একাধিক ক্যাচ মিস এবং বাজে ফিল্ডিংয়ের কারণে ২৫ ওভারে ৪ উইকেটে ১২৪ রান করা ভারত পরের ২৫ ওভারে তুলে নেয় ২৩৫ রান!

এর মধ্যে ধোনিকে একাধিকবার আউট করার সুযোগ পেয়েছিল মাশরাফিরা। কিন্তু ফিল্ডিংয়ের ব্যর্থতায় দুর্দান্ত সেঞ্চুরি করে দলকে রানের পাহাড় গড়ে দেন মহেন্দ্র সিং ধোনি।

বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ৩৫৯ রানের পাহাড় গড়ে ভারত। দলের পক্ষে সেঞ্চুরি হাঁকান লোকেশ রাহুল (১০৮) ও মহেন্দ্র সিং ধোনি (১১৩)।

বাংলাদেশের বোলিং

মোস্তাফিজ ৮-০-৪৩-১।

মাশরাফি ৬-২-২৩-০।

সাইফউদ্দিন ৬-১-২৭-১।

রুবেল হোসেন ৮-০-৬২-২।

আবু জায়েদ ৩-০-৪১-০।

সাকিব আল হাসান ৬-০-৫৮-২।

মেহেদী হাসান মিরাজ ৫-০-৪০-০।

মোসাদ্দেক হোসেন সৈকত ৩-০-৩২-০।
সাব্বির রহমান ৫-০-৩০-১।

বাংলাদেশ সময়: ২১:২২:২০   ১৫৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


ঘরের মাঠে টানা দ্বিতীয় হার লিভারপুলের
ফিরলেন লিটন, নতুন মাইলফলক সাকিবের
জয় তুলে দ্বিতীয় স্থানে উঠে এলো বার্সা
উইন্ডিজদের বিপক্ষে মুকিদুলের চার উইকেট
একদিন আগেই দ. আফ্রিকাকে হারিয়েছে পাকিস্তান
আবাহনী-মোহামেডান লড়াই আজ
সাকিব-তামিম-মাশরাফি পাচ্ছেন সেরা করদাতার পুরস্কার
বড় জয়ে পরের রাউন্ডে টটেনহাম
ল্যাম্পার্ড: চেলসির নায়ক থেকে খল নায়ক
বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

আর্কাইভ