বাংলাদেশের কোনো কৃষক কোনো ধান ক্ষেতে আগুন দেয়নি - নৌপরিবহন প্রতিমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » বাংলাদেশের কোনো কৃষক কোনো ধান ক্ষেতে আগুন দেয়নি - নৌপরিবহন প্রতিমন্ত্রী
শুক্রবার, ৩১ মে ২০১৯



---

বাংলাদেশের কোথাও কোন কৃষক তার আবাদি ক্ষেতে আগুন দিয়ে ধান পুড়িয়ে দেয় নাই বলে জানিয়েছেন নৌ প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী।

শুক্রবার সকালে দিনাজপুরের বিরল উপজেলার ফরক্কাবাদ ইউনিয়নের গোফরাইল এলাকায় পূনর্ভবা টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের নবনির্মিত ভবন উদ্বোধন ও একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আমরা যখন উন্নয়নের মহাসড়কে উঠছি। ঠিক সেই সময় বিএনপি নামের একটি ব্যর্থ রাজনৈতিক দল কৃষকের ধানের দাম নেই কথা বলে ধানক্ষেতে আগুন দেয়ার মিথ্যা ছবি প্রচার করে মিথ্যাচার করছে। বাংলাদেশে কোন কৃষক কেথাও ধানক্ষেতে আগুন ধরিয়ে আবাদ পুড়িয়ে দেন নাই। আমরা বগুড়ার কথা শুনে সেখানে গিয়ে ধানক্ষেতে আগুন লাগার কোন ঘটনা খুঁজে পাইনি।’

তিনি আরও বলেন, ‘শুধু পাসের হার বাড়ালেই হবে না একইসঙ্গে শিক্ষার গুণগত মান বাড়াতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন ও মাল্টি মিডিয়া ক্লাস প্রায় প্রতিটি প্রতিষ্ঠানে রয়েছে। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আধুনিক শিক্ষায় শিক্ষিত হিসেবে গড়ে তুলতে হবে, অন্যথায় বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বের সঙ্গে আমরা তাল মিলিয়ে চলতে পারব না।’

প্রতিমন্ত্রী বলেন, অনন্তকাল চেষ্টা করেও একজন বঙ্গবন্ধু পাওয়া যাবে না। বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে তারই যোগ্য উত্তরসূরি বর্তমান প্রধানমন্ত্রী দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। মানুষের দোরগোড়ায় সেবার বার্তা নিয়ে পৌঁছানোই হচ্ছে আওয়ামী লীগের লক্ষ্য। আমরা ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেবার মন্ত্রে উজ্জীবিত হয়েছি।

খালিদ মাহমুদ বলেন, উন্নয়নকে তরান্বিত করতে হলে সকলকে এক হয়ে কাজ করতে হবে। দায়িত্বপ্রাপ্ত ও গুরুত্বপূর্ণ মানুষগুলোর মধ্যে মতের অমিল থাকলে উন্নয়ন বাধাগ্রস্ত হয়।

পূনর্ভবা টেকনিক্যাল কলেজের সভাপতি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. নূরুল ইসলামের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. মেসবাহুল ইসলাম, দিনাজপুরের ডিসি মো. মাহমুদুল আলম, এসপি সৈয়দ আবু সায়েম, বিরল উপজেলা চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান বাবু, বিরল পৌরসভার মেয়র সবুজার সিদ্দিকী সাগর, পূনর্ভবা টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ মো. আবু বকর সিদ্দিক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপস্থিত ছিলেন।

এদিন আজিম ইউপির উত্তর শ্যামপুর কাঠালতলী নব নির্মিত কমিউনিটি ক্লিনিকের উদ্বোধন, রাজারামপুর ইউপি’র মেধা কান্দর ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র, রাজারামপুর ইউনিয়ন কমপ্লেক্সের ভিত্তি প্রস্তর স্থাপনসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন নৌ প্রতিমন্ত্রী।

পরে দিনাজপুর জেলা আওয়ামী লীগ আয়োজিত ইফতার মাহফিলে অংশ নেন খালিদ মাহমুদ চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন মনোরঞ্জনশীল গোপাল এমপি, শিবলী সাদিক এমপি, জাকিয়া তাবাসসুম জুই এমপি, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আবুল কাশেম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুল লতিফ, সাধারণ সম্পাদক আজিজুল ইমাম চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল প্রমুখ। ইফতার মাহফিলে উপস্থিত সবার কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থতার জন্য দোয়া কামনা করেন খালিদ মাহমুদ চৌধুরী। বলেন, শেখ হাসিনা সুস্থ থাকলে নিরাপদ থাকবে বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ২২:০২:৪৪   ১২৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ