আমার এসি লাগে না, এখনও ফ্যানেই সন্তুষ্ট: মতিয়া

প্রথম পাতা » ছবি গ্যালারী » আমার এসি লাগে না, এখনও ফ্যানেই সন্তুষ্ট: মতিয়া
রবিবার, ২ জুন ২০১৯



---

মানুষ এখন অনেক বেশি আরামপ্রিয় হয়ে গেছে। বাংলাদেশে এয়ার কন্ডিশনার ব্যবহারও মাত্রা ছাড়িয়েছে। এসি ব্যবহার করলে পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে। এটি ব্যবহারে লাগামছাড়া হলে চলবে না। ঘর শীতল করার জন্য আমার এয়ারকন্ডিশনের (এসি) হাওয়া লাগে না। আমি এখনও ফ্যান ব্যবহারেই সন্তুষ্ট থাকি। বললেন সাবেক কৃষিমন্ত্রী ও সংসদ সদস্য মতিয়া চৌধুরী।

শনিবার (১ জুন) রাজধানীর সিরডাপ মিলনায়তনে বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটি আয়োজিত ‘বায়ুদূষণ: আমাদের করণীয় ও পদক্ষেপ’ শীর্ষক এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

মতিয়া চৌধুরী বলেন, প্রকৃতির প্রতিশোধ বড় নির্মম। কিন্তু সেসব ভুলে আমরা অনেক বেশি বস্তুবাদী ও ভোগবাদী হয়ে যাচ্ছি। আরামপ্রিয়তার স্বভাব আমাদের ছাড়তে হবে। এর জন্য কষ্ট করতে হবে।

সাবেক এই কৃষিমন্ত্রী বলেন, বিজ্ঞানের আবিষ্কারের ভালোটা নিতে হবে। মন্দটা পরিত্যাগ করতে হবে। এয়ার কন্ডিশনের অতি ব্যবহারের কারণে পরিবেশ বিপর্যয় হচ্ছে। এসি ব্যবহার করা মানে দূষণকে নিমন্ত্রণ করে বাড়িতে আনা।

তিনি বলেন, সিরডাপের মোড়ে ২০০ বছরের পুরোনো একটি অশ্বত্থ গাছ ছিল, দেড়শ বছরের পুরোনো বাগানবিলাস ছিল। এগুলো মেজর জিয়ার শাসনামলে কাটা হয়েছে। এই মার্শালরা ক্ষমতায় বসে ঢাকা শহরকে তিলেতিলে খুন করেছে।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড. মো. আফতাব আলী শেখ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের এই অধ্যাপক বলেন, বাংলাদেশের বায়ুতে অন্যসব গ্যাসীয় উপাদানের মাত্রা ক্ষতিকর সীমার নিচে থাকলেও ধূলিকণার পরিমাণ অনেক বেশি। এই কারণে মানব দেহ ও জীবজগতে মারাত্মক প্রভাব পড়ছে। এ দূষণ রোধ করতে সরকারকে আইন প্রণয়নসহ নানা পদক্ষেপ গ্রহণ করতে হবে।

সেমিনারে অন্যদের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রাণ গোপাল দত্ত, ইউজিসির সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম, বাংলাদেশ পরিবেশ সাংবাদিক ফোরামের কামরুল ইসলাম, সাংবাদিক মঞ্জুরুল ইসলাম, ঢাবি শিক্ষক হাফিজুর রহমান কার্জন, হাফিজা খাতুনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০:১০:৪৬   ১৬৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ