ঈদে নিরাপদ যাতায়াতে সকল প্রস্তুতি নিয়েছে সরকার - মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » ঈদে নিরাপদ যাতায়াতে সকল প্রস্তুতি নিয়েছে সরকার - মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
রবিবার, ২ জুন ২০১৯



---

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ‘ঈদে ঘরমুখো মানুষের যাতায়াত নিরাপদ করতে সকল প্রস্তুতি গ্রহণ করেছে সরকার।’ রবিবার দুপুরে ঈদ ব্যবস্থাপনা কার্যক্রম পর্যবেক্ষণের অংশ হিসেবে সদরঘাট লঞ্চ টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘যাত্রাপথে ছিনতাই ও চাঁদাবাজিসহ অন্যান্য আইন বিরোধী কার্যকলাপ কঠোরভাবে দমন করতে আইন প্রয়োগকারী সংস্থাসমূহকে নির্দেশনা দেওয়া হয়েছে। নৌদুর্ঘটনা রোধে যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। ডুবুরি ও কোস্টগার্ডসহ সংশ্লিষ্ট সকল বাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে।’

টার্মিনাল পরিদর্শন শেষে আয়োজিত এক সংক্ষিপ্ত মতবিনিময় সভায় ঝুঁকিপূর্ণভাবে লঞ্চ না চালাতে লঞ্চ মালিকদের প্রতি আহ্বান জানান তিনি। এ সময় তিনি মালিকদের অধিক লাভের আশায় সাধারণ যাত্রীদের জীবন ঝুঁকিপূর্ণ না করার অনুরোধ জানান।

পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, নৌপরিবহন সচিব ও বিআইডব্লি¬উটিএ ও সদরঘাট লঞ্চ টার্মিনাল এর উর্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে যুদ্ধ করা অসম্ভব হলেও মোকাবিলা করার যথেষ্ট প্রস্তুতি নেওয়া হয়েছে।’ এ সময় অতিরিক্ত যাত্রী বোঝাই লঞ্চ না ছাড়তে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।

এর আগে সকাল ১০টায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন করেন। মন্ত্রী স্টেশনে কিশোরগঞ্জগামী যাত্রীদের সঙ্গে কথা বলেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

বাংলাদেশ সময়: ২০:৩১:২২   ৯৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ