‘জয় শ্রী রাম’ স্লোগানের বিরুদ্ধে ফেসবুকে ক্ষোভ উগরে দিলেন মমতা

প্রথম পাতা » আন্তর্জাতিক » ‘জয় শ্রী রাম’ স্লোগানের বিরুদ্ধে ফেসবুকে ক্ষোভ উগরে দিলেন মমতা
রবিবার, ২ জুন ২০১৯



---

‘জয় শ্রী রাম’ নিয়ে উত্তাল বাংলা। কখনও মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ির সামনে উঠছে সেই ধ্বনি। আবার কখনও অন্যান্য তৃণমূল নেতাদের ঘিরেও এই ধ্বনি তোলা যাচ্ছে। আর এর ফলে অত্যন্ত ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার এই ধ্বনির বিরুদ্ধে করলেন ফেসবুক পোস্ট।

রবিবার ফেসবুকে পোস্ট করে ‘জয় শ্রী রাম’ ধ্বনির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান। তাঁর দাবি, কোনও স্লোগানেই তাঁর আপত্তি নেই। তবে ধর্মের সঙ্গে রাজনীতিতে মিশিয়ে ফেলা হচ্ছে বলে তিনি অভিযোগ তুলেছেন বিজেপির বিরুদ্ধে।

এদিন তিনি বাংলার সংস্কৃতির কথা উল্লেখ করে লিখেছেন, বাংলায় রাম মোহন রায়, বিদ্যাসাগরের মত সমাজ সংস্কারক ছিলেন। মমতার দাবি, বাংলাকে টার্গেট করেছে বিজেপি, যার নেতিবাচক প্রভাব পড়েছে রাজ্যে।

মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘আমার কোনও রাজনৈতিক দলের স্লোগান নিয়েই সমস্যা নেই। সব দলেরই নিজস্ব স্লোগান আছে। আমার দলের স্লোগান জয় হিন্দ, বন্দেমাতরম। বামফ্রন্টের আছে ‘ইনকিলাব জিন্দাবাদ’। অন্যদেরও এরকম অনেক স্লোগান আছে। প্রত্যেকের স্লোগানকেই সম্মান করি।’

সেইসঙ্গে মমতা আরও বলেন, ‘জয় সিয়া রাম, জয় রাম জি কি, রাম নাম সত্য হ্যায়- এসবের ধর্মীয় গুরুত্ব রয়েছে। সেই আবেগকে সম্মান করি। কিন্তু বিজেপি জয় শ্রী রাম স্লোগানের অপব্যবহার করছে। ধর্ম আর রাজনীতি গুলিয়ে ফেলছে’ তাঁর দাবি, আরএসএসের নাম এই রাজনীতি জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে বাংলার মানুষের উপর।

ধর্মের নামে এই ধরনের অশান্তিমূলক আচরণের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন তিনি।

বাংলাদেশ সময়: ২০:৫৯:৫০   ১৩৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


কানাডায় এলোপাথাড়ি গোলাগুলি, চার বাংলাদেশি আহত
মিয়ানমারের সামরিক অভ্যুত্থান ব্যর্থ করতে চায় জাতিসংঘ - গুতেরেস
ব্রাজিলে করোনায় ২ লাখ ২৭ হাজার ৫৬৩ জনের মৃত্যু
করোনায় বিশ্বে মৃত্যুর সংখ্যা ২২ লাখ ৭৬ হাজার ছাড়াল
ঘরের মাঠে টানা দ্বিতীয় হার লিভারপুলের
ফেসবুক বন্ধ করল মিয়ানমারে সামরিক জান্তা
করোনার বিরুদ্ধে ৯২ শতাংশ কার্যকর স্পুটনিক ভি
করোনার ছোবলে থামছে না প্রাণহানি, মৃত্যুর সংখ্যা ২২ লাখ ৪৭ হাজার
মিয়ানমার ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক আজ
তুর্কি নিয়ন্ত্রিত উত্তর সিরিয়ায় গাড়ি বোমা বিস্ফোরণে ১২ জন নিহত

আর্কাইভ