আল কোরআন
বিসমিল্লাহির রাহমানির রাহিম
সূরা আনআম
মক্কায় অবতীর্ণ।
আয়াত : ১৬৫; রুকূ : ২০
৯৬. তিনিই (রাত্রির আবরণ বিদীর্ণ করে) রঙিন প্রভাতের উন্মেষকারী, তিনিই রজনীকে বিশ্রামকাল এবং সূর্য, চন্দ্রকে সময়ের নিরূপক করে দিয়েছেন; এটা হচ্ছে সেই পরাক্রমশালী ও মহাজ্ঞানীর (আল্লাহর) নির্ধারণ।
৯৭. আর তিনিই তোমাদের জন্য নক্ষত্ররাজিকে সৃষ্টি করেছেন যেন তোমরা সেগুলোর সাহায্যে অন্ধকারে পথের সন্ধান পেতে পার স্থলভাগে এবং সমুদ্রে; নিশ্চয় আমি প্রমাণসমূহ বিশদভাবে বর্ণনা করে দিয়েছি ঐ সমস্ত লোকের জন্য, যারা জ্ঞান রাখে।
আল হাদিস
১৩ নং পরিচ্ছেদ
নিজের জন্য যা অপছন্দ করবে অন্যের জন্যও তা অপছন্দ করা ঈমানের বৈশিষ্ট্য
২৮। আনাস (রা) থেকে বর্ণিত। নবী (সা) বলেছেন, তোমাদের কেউ মুমিন হতে পারবে না, যতক্ষণ-না সে নিজের জন্য যা পছন্দ করে অপর মুসলিম ভাইয়ের জন্য তা পছন্দ করবে।
(বুখারী-কিতাবুল ঈমান)
বাংলাদেশ সময়: ১১:১২:২৪ ১৫১ বার পঠিত