বিজেপিকে রুখতে বাড়ি বাড়ি বিধায়ক পাঠাবেন মমতা

প্রথম পাতা » আন্তর্জাতিক » বিজেপিকে রুখতে বাড়ি বাড়ি বিধায়ক পাঠাবেন মমতা
সোমবার, ৩ জুন ২০১৯



---

বিজেপির বিরুদ্ধে সংগ্রামে অবতীর্ণ হতে এবার জনসংযোগ যাত্রা কর্মসূচির কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সোমবার নবান্নে বৈঠকের পর সাংবাদিকদের জানান, ২১ জুলাইকে সামনে রেখে ৫-৬ টি জেলাকে কেন্দ্র করে এই জনসংযোগ যাত্রা করা হবে৷

কী এই জনসংযোগ যাত্রা? কারা দায়িত্বে?

মুখ্যমন্ত্রী জানান, ২১ জুলাইকে সামনে রেখে গণতন্ত্র বাঁচাও- ব্যালট ফিরিয়ে দাও, ইভিএম চাইনা- ব্যালট চাই, এই আন্দোলন সারা দেশব্যাপী তৃণমূল কংগ্রেস করবে৷ এই আওয়াজ যেন সবাই তোলে সেই আহ্বানও জানান হয়৷ তিনি বলেন, ২১ জলাইকে কেন্দ্র করে যে জনসংযোগ যাত্রা, তার দায়িত্বে থাকবে বিধায়করা৷ সঙ্গে ছাত্র-যুবক-মহিলা সকলেই এর অংশ হবেন৷ বিধায়করা জেলা প্রেসিডেন্টের সঙ্গে বসে রুট প্ল্যান করবে৷

এর জন্য ছোট ছোট কমিটি গঠন করা হবে৷ সুব্রত বক্সী, পার্থ চট্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম, শুভেন্দু অধিকারী, অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রমুখরা এর দায়িত্বে থাকবেন৷ কোন জেলায়, কোন অ্যাসেম্বলিতে কবে কি হবে সেটা রাজ্যস্তরের নেতারা তারিখ ঠিক করে নেবেন৷ সেই সঙ্গে তৃণমূল বিধায়করা বাংলার গণতন্ত্রকে বাঁচাতে মানুষের কাছে পৌঁছে যাবেন, বাড়ি বাড়ি গিয়ে তাঁরা এই বার্তা পৌঁছে দেবেন৷

সোমবার নবান্নে জয়ী সাংসদ-বিধায়কদের সঙ্গে বৈঠকের পর মুখ্যমন্ত্রী আরও বলেন, লোকসভা নির্বাচনে ইভিএম নির্বাচনে কারচুপির অভিযোগ তাঁরা প্রথম থেকেই করেছেন৷ তাঁর মতে, ইভিএমে প্রচুর কারচুপি হয়েছে৷ ‘মাত্র দু’শতাংশ ভিভিপ্যাট গোনা হয়েছে। বাকি ৯৮ শতাংশ যে আগে থেকে প্রোগ্রামিং করা ছিল না, তা কে বলতে পারে।’ এমনই প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন তিনি৷ একই সঙ্গে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন৷ তাই গণতন্ত্র বাঁচাতে ব্যালট ফিরিয়ে দেওয়ার দাবি নিয়ে তাঁরা আন্দোলনে নামবেন, যে আন্দোলন শুরু হবে বাংলা থেকেই৷ যা ক্রমশ সমগ্র দেশে ছড়িয়ে দেওয়া হবে৷

উল্লেখ্য, লোকসভা নির্বাচনে ৪২-এ ৪২ অঙ্ক মেলেনি তৃণমূল কংগ্রেসের৷ শুধু তাই নয়, রাজনৈতিক মহলের মতে, ফলাফলে তৃণমূল শিবিরের একপ্রকার ভরাডুবির পরে এখন তৃণমূল থেকে গেরুয়া শিবিরে যোগদানে একের পর এক ধাক্কা লাগছে৷ অনেকে বিজেপিতে যোগদানের এই পর্বকে ‘হুজুগ’ বা ‘হিড়িক’ হিসেবেই দেখছেন৷ সেই সঙ্গে রয়েছে ‘জয় শ্রীরাম’ স্লোগানের তীর৷ এমতাবস্থায় বাংলায় বিজেপিকে রুখতে, জনসংযোগ আরও দৃঢ় করতেই মুখ্যমন্ত্রী নতুন করে পথে নামছেন, যার অন্যতম এই জনসংযোগ যাত্রা, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল৷

বাংলাদেশ সময়: ২২:৩০:৩৮   ১৩০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


কানাডায় এলোপাথাড়ি গোলাগুলি, চার বাংলাদেশি আহত
মিয়ানমারের সামরিক অভ্যুত্থান ব্যর্থ করতে চায় জাতিসংঘ - গুতেরেস
ব্রাজিলে করোনায় ২ লাখ ২৭ হাজার ৫৬৩ জনের মৃত্যু
করোনায় বিশ্বে মৃত্যুর সংখ্যা ২২ লাখ ৭৬ হাজার ছাড়াল
ঘরের মাঠে টানা দ্বিতীয় হার লিভারপুলের
ফেসবুক বন্ধ করল মিয়ানমারে সামরিক জান্তা
করোনার বিরুদ্ধে ৯২ শতাংশ কার্যকর স্পুটনিক ভি
করোনার ছোবলে থামছে না প্রাণহানি, মৃত্যুর সংখ্যা ২২ লাখ ৪৭ হাজার
মিয়ানমার ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক আজ
তুর্কি নিয়ন্ত্রিত উত্তর সিরিয়ায় গাড়ি বোমা বিস্ফোরণে ১২ জন নিহত

আর্কাইভ