‘সীতা’ নেই - শুধু ‘রাম’ কেন, প্রশ্ন তুললেন মমতা

প্রথম পাতা » আন্তর্জাতিক » ‘সীতা’ নেই - শুধু ‘রাম’ কেন, প্রশ্ন তুললেন মমতা
সোমবার, ৩ জুন ২০১৯



---

জয় শ্রী রাম স্লোগান নিয়ে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তি আছে, এতদিনে তা স্পষ্ট। তাঁর ক্ষুব্ধ হওয়ার ছবি সবাই দেখেছেন। তবে, এবার এই স্লোগান নিয়ে নতুন তত্ত্ব দিলেন মমতা। বললেন, স্লোগান থেকে সীতার নাম বাদ গেল কেন?

সোমবার নবান্নে বৈঠক ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, ‘বাংলার বাইরে বলা হয় জয় সিয়ারাম। অর্থাৎ সীতা ও রাম-কে একসঙ্গে সিয়ারাম বলা হয়।’ আবার জনপ্রিয় ভজনের কথা উল্লেখ করে মমতা বলেন, ‘রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতা রাম। সেখানেও সীতার সঙ্গে রয়েছে রাম।’ মমতার দাবি, বিজেপর স্লোগানে সীতাকে উড়িয়ে দিয়ে নতুন করে তৈরি করা হয়েছে জয় শ্রী রাম।

মমতা আরও বলেন, ‘আমাদের দেশে কোরাণ, পুরাণ, বাইবেল আছে। সেই অনুযায়ী ধর্ম চলবে, বিজেপির মত করে নয়।’

কয়েকদিন ধরেই ‘রাম’ ইস্যুতে উত্তপ্ত বাংলা। ‘জয় শ্রী রাম’ ধ্বনি শুনেই গাড়ি থেকে নেমে এসেছিলেন ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর থেকেই বিরোধীদের তোপের মুখে পড়েন তিনি।

সম্প্রতি, কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় লিখেছেন, কালীঘাটের মোড়ে শ্রীরামচন্দ্রর একটি মর্মর মূর্তি বানানোর জন্য সরকারিভাবে আবেদন করা হোক৷ দেখি দিদিমণি সরকারিভাবে না বলার সাহস দেখাতে পারেন কিনা। জয় শ্রী লবকুশ-এর বাবা৷ মানে জয় শ্রীরাম৷

এদিকে, ফেসবুকে পোস্ট করে ‘জয় শ্রী রাম’ ধ্বনির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন মমতা। তাঁর দাবি, কোনও স্লোগানেই তাঁর আপত্তি নেই। তবে ধর্মের সঙ্গে রাজনীতিতে মিশিয়ে ফেলা হচ্ছে বলে তিনি অভিযোগ তুলেছেন বিজেপির বিরুদ্ধে।মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘আমার কোনও রাজনৈতিক দলের স্লোগান নিয়েই সমস্যা নেই। সব দলেরই নিজস্ব স্লোগান আছে। আমার দলের স্লোগান জয় হিন্দ, বন্দেমাতরম। বামফ্রন্টের আছে ‘ইনকিলাব জিন্দাবাদ’। অন্যদেরও এরকম অনেক স্লোগান আছে। প্রত্যেকের স্লোগানকেই সম্মান করি।’

বাংলাদেশ সময়: ২৩:১২:০৩   ১৫৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


কানাডায় এলোপাথাড়ি গোলাগুলি, চার বাংলাদেশি আহত
মিয়ানমারের সামরিক অভ্যুত্থান ব্যর্থ করতে চায় জাতিসংঘ - গুতেরেস
ব্রাজিলে করোনায় ২ লাখ ২৭ হাজার ৫৬৩ জনের মৃত্যু
করোনায় বিশ্বে মৃত্যুর সংখ্যা ২২ লাখ ৭৬ হাজার ছাড়াল
ঘরের মাঠে টানা দ্বিতীয় হার লিভারপুলের
ফেসবুক বন্ধ করল মিয়ানমারে সামরিক জান্তা
করোনার বিরুদ্ধে ৯২ শতাংশ কার্যকর স্পুটনিক ভি
করোনার ছোবলে থামছে না প্রাণহানি, মৃত্যুর সংখ্যা ২২ লাখ ৪৭ হাজার
মিয়ানমার ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক আজ
তুর্কি নিয়ন্ত্রিত উত্তর সিরিয়ায় গাড়ি বোমা বিস্ফোরণে ১২ জন নিহত

আর্কাইভ