পবিত্র ঈদুল ফিতর বুধবার!

প্রথম পাতা » ছবি গ্যালারী » পবিত্র ঈদুল ফিতর বুধবার!
মঙ্গলবার, ৪ জুন ২০১৯



---

আগামী ৪ জুন বাংলাদেশের আকাশে শাওয়ালের চাঁদ দেখা যাবে। সে হিসেবে বুধবার বাংলাদেশে পবিত্র ঈদ-উল-ফিতর যথাযোগ্য মর্যাদায় পালিত হবে। গত ২১ মে বিশ্বের ১৪টি দেশের ২৮ জন বিশেষজ্ঞ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে এ তথ্য জানিয়েছে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল সেন্টারের (আইএসি)। এ দিকে বাংলাদেশ অ্যাসট্রোনোমিক্যাল সোসাইটি (বিএএস) গত ২১ মে মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায় যে, আগামী ৩ জুন সোমবার বিকাল ৪টা ২ মিনিটে বর্তমান চাঁদের অমাবস্যা কলা পূর্ণ হবে, সৃষ্টি হবে নতুন চাঁদ।

নতুন এ চাঁদ ৩ জুন সন্ধ্যা ৬টা ৪২ মিনিটে সূর্যাস্তের সময় দিগন্ত রেখা থেকে ১ ডিগ্রি নিচে ২৯২ ডিগ্রি দিগশে অবস্থান করবে। তাই ৩ জুন বাংলাদেশের আকাশে চাঁদ দেখা যাবে না বলে জানিয়েছেন বাংলাদেশ অ্যাসট্রোনোমিক্যাল সোসাইটি (বিএএস)। বিএএস প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘বাংলাদেশসহ যেসব দেশে ৭ মে রোজা শুরু হয়েছে সেসব দেশের আকাশে ৪ জুন মঙ্গলবার সন্ধ্যায় দেখা যাবে শাওয়াল মাসের নতুন চাঁদ। সে হিসেবে এবারের রমজান মাস ২৯ দিনে শেষ হবে। তাই আগামী ৫ জুন বুধবার পবিত্র ঈদ-উল-ফিতর পালিত হবে।

এদিকে ইন্টারন্যাশনাল অ্যাসট্রোনোমিক্যাল সেন্টারের বিজ্ঞপ্তিতে আরো জানা যায় যে, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের আকাশে ৩ জুন সোমবার সন্ধ্যা ২ থেকে ৬ মিনিটের জন্য শাওয়ালের চাঁদ দৃশ্যমান হবে। তবে এ দিন খালি চোখে চাঁদ দেখা সহজ হবে না। আবহাওয়া স্বচ্ছ থাকলে টেলিস্কোপের মাধ্যমে শাওয়ালের চাঁদ দেখা যেতে পারে।

আইএসি বিজ্ঞপ্তি এ তথ্যও জানিয়েছে, যেসব দেশে ৬ মে রমজান শুরু হয়েছে সেসব দেশে ৩০ দিন রমজান হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। সে হিসেবে সৌদিআরবসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে এ বছর ঈদ-উল-ফিতর ৫ জুন বুধবার হওয়ার সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য যে, ফিলিপাইনের প্রেসিডেন্ট দেশটিতে রাষ্ট্রীয়ভাবে ঈদ-উল-ফিতরের ছুটি ৫ জুন এবং কুরবানির ছুটি ১১ আগস্ট নির্ধারণ করেছে।

বাংলাদেশ সময়: ০:৪২:৪৮   ১৩২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ