বিশ্বকাপের সপ্তম ম্যাচে আজ শ্রীলঙ্কার মুখোমুখি হবে আফগানিস্তান। ইংল্যান্ডের কার্ডিফে বাংলাদেশ সময় আজ বিকেল সাড়ে তিনটায় ম্যাচটি শুরু হবে।
উভয় দল তাদের প্রথম ম্যাচে প্রতিপক্ষের কাছে হেরেছে। প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হেরেছে শ্রীলঙ্কা। অন্যদিকে অস্ট্রেলিয়ার কাছে হেরেছে আফগানিস্তান। আজকের ম্যাচের মধ্যদিয়ে উভয় দল জয়ের ধারায় ফিরতে চায়।
পরিসংখ্যানগত দিক দিয়ে শ্রীলঙ্কার চেয়ে এগিয়ে আফগানিস্তান। গেল বছর এশিয়া কাপে আফগানিস্তানের কাছে হার মেনেছিল শ্রীলঙ্কা। গেল বিশ্বকাপের পর থেকে আফগানিস্তান প্রতিপক্ষ শ্রীলঙ্কার চেয়ে বেশি ওয়ানডে ম্যাচ জিতেছে। যদিও তারা শ্রীলঙ্কার চেয়ে ২২ ম্যাচ কম খেলেছে।
শ্রীলঙ্কা দলে একাধিক পরিবর্তন আসতে পারে। নিউজিল্যান্ডের বিপক্ষে সাইড বেঞ্চে থাকা নুয়ান প্রদীপ আজ খেলতে পারেন। তার সঙ্গে লাসিথ মালিঙ্গা পুরোপুরি ফিট। অন্যদিকে প্রথম ম্যাচে ডাক মারা মোহাম্মদ শেহজাদ আজও থাকছেন আফগানিস্তানের সেরা একাদশে। তবে কন্ডিশন বিবেচনায় আফগানিস্তান আজ একজন পেসার বেশি খেলাতে পারে। সেক্ষেত্রে মুজিব উর রহমানের পরিবর্তে একাদশে আসতে পারেন আফতাব আলম।
বাংলাদেশ সময়: ১৫:১৩:৫৫ ২৪৫ বার পঠিত