ইরানের সঙ্গে নিঃশর্ত আলোচনায় বসার যে প্রস্তাব দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও তাতে শর্ত জুড়ে দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি।
রুহানি বলেন, যে দেশটি চুক্তি লঙ্ঘন করে আলোচনার টেবিল ছেড়ে চলে গেছে তাকে আগে স্বাভাবিক আচরণ করতে হবে।
রবিবার রাতে তেহরানে ইরানের বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে এক বৈঠকে আমেরিকার সঙ্গে আলোচনায় বসার জন্য এ শর্ত আরোপ করেন রুহানি।
রুহানি বলেন, আমেরিকা যতদিন একথা উপলব্ধি না করবে যে, সে ভুল পথে পা বাড়িয়েছে ততদিন ওয়াশিংটনের সঙ্গে কোনো আলোচনা নয়।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এর আগে ইরানের সঙ্গে আলোচনায় বসার জন্য তেহরানকে ১২টি শর্ত দিয়েছিলেন। কিন্তু গত ২ জুন সুইজারল্যান্ড সফরে এক যৌথ সাংবাদ সম্মেলনে পম্পেও বলেন, ‘আমরা ইরানের সঙ্গে নিঃশর্ত আলোচনায় বসতে রাজি আছি।’
বাংলাদেশ সময়: ১৫:১৮:০০ ১৬৫ বার পঠিত