মুম্বাইয়ের শক্তি মিলস ধর্ষণ কাণ্ডে অপরাধীদের বিরুদ্ধে ৩৭৬-ই ধারা বহাল রেখেছে মুম্বাই হাইকোর্ট। এই ধারার জেরে ধর্ষণের মতো অপরাধে বারবার যুক্ত থাকার দায়ে তিন অপরাধীর মৃত্যুদণ্ড বহাল থাকল। কাউকে ধর্ষণ করা, কাউকে খুন করার থেকেও জঘন্য অপরাধ বলে এই মামলার শুনানিতে মত প্রকাশ করেছেন মুম্বাই হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।
২০১৩ সালের জুলাইয়ে মুম্বাইয়ের শক্তি মিলস কম্পাউন্ডে এক টেলিফোন অপারেটরকে গণধর্ষণ করে বিজয় যাধব, মুহাম্মদ বাঙালি, আনসারি এবং আশফাক শেখ। তার পরের মাসেই একই জায়গায় আবার এক চিত্র সাংবাদিককে গণধর্ষণ করে তারা।
বারবার একই অপরাধ ঘটানোয় ২০১৪ সালের এপ্রিলে যাধব, বাঙালি ও আনসারিকে ৩৭৬-ই ধারা অনুযায়ী মৃত্যুদণ্ড দেয় নিম্ন আদালত। তাদের বিরুদ্ধে ৩৭৬-ই ধারা প্রয়োগের প্রতিবাদে হাইকোর্টে আবেদন করে ধর্ষকরা। দিল্লিতে নির্ভয়া কাণ্ডের পর ধর্ষণের বিরুদ্ধে আইন আরও কঠিন করে ৩৭৬-ই ধারা চালু করা হয়।
এবার মুম্বাই হাইকোর্ট শক্তির মিলসের ঘটনায় ধর্ষকদের বিরুদ্ধে ৩৭৬-ই ধারা লাঘু রাখার পক্ষেই রায় দিল। ধর্ষণের কারণে আক্রান্তের জীবনে ভয়ংকর ট্রমা নেমে আসতে পারে। অনেকে কোমায় চলে যায়, কেউ কেউ আত্মহননের পথ বেছে নেয়। অনেকে সারা জীবন এই আতঙ্ক নিয়ে বাঁচে, এছাড়া সামাজিক ট্যাবু তো আছেই। এই কারণে ধর্ষণের ঘটনায় অপরাধীকে কোনোরকম ছাড় দেওয়া সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছে আদালত।
বাংলাদেশ সময়: ১৫:৪৫:৩৩ ১২৬ বার পঠিত