একতাই সম্প্রীতি, ঈদের শুভেচ্ছায় বার্তা দিলেন মমতা

প্রথম পাতা » আন্তর্জাতিক » একতাই সম্প্রীতি, ঈদের শুভেচ্ছায় বার্তা দিলেন মমতা
মঙ্গলবার, ৪ জুন ২০১৯



---

ঈদের আগে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার ফেসবুকের মাধ্যমে রাজ্যবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, ঈদ সবার ভালো কাটুক৷ একই সঙ্গে সোশ্যাল মিডিয়াতে মমতার পোস্ট, সকলকে জানাই খুশীর ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন। ধর্ম যার যার, উৎসব সবার। আসুন, বৈচিত্রের মধ্যে ঐক্যের এই ধারাকে বজায় রাখি। একতাই সম্প্রীতি – এটাই হোক আমাদের মন্ত্র। তাঁর এই বার্তার মধ্যে আদৌতে ভেদাভেদের রাজনীতি নয়,বরং ঐক্যবদ্ধের আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী।

৫ জুন, আগামিকাল বুধবার গোটা ভারতে পালিত হবে ঈদ। কলকাতার নাখোদা মসজিদের তরফ থেকে এই ঈদের সময় ঘোষণা করা হয়েছে।

চাঁদ দেখার উপর নির্ভর করে, কবে হবে ঈদ। আর মঙ্গলবারই চাঁদ দেখে জানিয়ে দেওয়া হয়েছে যে বুধবারেই ঈদ পালিত হবে। তবে সৌদি আরবে মঙ্গলবারই পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপিত হয়েছে। সৌদি আরবে সুপ্রিম কোর্ট সোমবারই এই ঘোষণা করে দিয়েছিল। সৌদি আরবের বিভিন্ন জায়গায় সোমবারেই পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়। সংযুক্ত আরব আমিরশাহী, কুয়েতসহ উপসাগরীয় দেশগুলোতেও মঙ্গলবার এই খুশির ঈদ পালিত হয়েছে।

এই চাঁদকে শাওয়াল মাসের চাঁদ বলা হয়। সেই চাঁদ দেখার জন্য অগণিত মুসলিম আকাশের দিকে তাকিয়ে থাকেন। অবশেষে সেই চাঁদের দেখা মিল। আর তা দেখা পেতেই আনন্দ উৎসবে মেতে উঠলেন দেশের একাধিক মুসলিম সম্প্রদায়ের মানুষ।

অন্যদিকে, কলকতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ মেতে উঠেছেন ঈদের আনন্দে৷ আগামিকাল বুধবার ঈদের ঘোষণা হতেই বাজারমুখি হয়েছে কলকাতা৷ রাজ্যের উত্তর থেকে দক্ষিণ, প্রায় সর্বত্রই এদিন ছিল ঈদের কেনাকাটার ভিড়৷ কলকাতার নিউ মার্কেট, পার্ক সার্কাস সহ বিভিন্ন বাজারে অনেক রাতভর চলবে কেনাকাটা৷ দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে ভাটা পড়েনি আনন্দ উৎসবের বাজেটে৷ তাই, এদিন প্রায় সর্বত্রই মানুষের ভিড় ছিল চোখে লাগার মতো৷

বাংলাদেশ সময়: ২২:৫৪:২৯   ১৬০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


কানাডায় এলোপাথাড়ি গোলাগুলি, চার বাংলাদেশি আহত
মিয়ানমারের সামরিক অভ্যুত্থান ব্যর্থ করতে চায় জাতিসংঘ - গুতেরেস
ব্রাজিলে করোনায় ২ লাখ ২৭ হাজার ৫৬৩ জনের মৃত্যু
করোনায় বিশ্বে মৃত্যুর সংখ্যা ২২ লাখ ৭৬ হাজার ছাড়াল
ঘরের মাঠে টানা দ্বিতীয় হার লিভারপুলের
ফেসবুক বন্ধ করল মিয়ানমারে সামরিক জান্তা
করোনার বিরুদ্ধে ৯২ শতাংশ কার্যকর স্পুটনিক ভি
করোনার ছোবলে থামছে না প্রাণহানি, মৃত্যুর সংখ্যা ২২ লাখ ৪৭ হাজার
মিয়ানমার ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক আজ
তুর্কি নিয়ন্ত্রিত উত্তর সিরিয়ায় গাড়ি বোমা বিস্ফোরণে ১২ জন নিহত

আর্কাইভ