কতদিন পর ক্যামেরার সামনে দাঁড়ালেন পরী?

প্রথম পাতা » ছবি গ্যালারী » কতদিন পর ক্যামেরার সামনে দাঁড়ালেন পরী?
বুধবার, ১৯ জুন ২০১৯



---

মঙ্গলবার ফরিদপুর থেকে শুরু হয়েছে জনপ্রিয় নাট্য পরিচালক চয়নিকা চৌধুরীর প্রথম চলচ্চিত্র ‘বিশ্বসুন্দরী’-এর শুটিং। সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেডের প্রযোজনায় এ ছবির কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন রুম্মান রশীদ খান। এখানে প্রধান দুটি চরিত্রে অভিনয় করছেন হালের সুপারহিট সিয়াম আহমেদ ও পরীমনি। এই প্রথম জুটি বেঁধেছেন তারা। আরও আছেন সুবর্ণা মুস্তাফা, ফজলুর রহমান বাবু, মনিরা মিঠু, আনন্দ খালেদসহ অনেকে। অভিনয়শিল্পীর তালিকায় আরও কিছু চমক রয়েছে বলে জানান নির্মাতা চয়নিকা।

ছবির প্রথম পর্যায়ের শুটিংয়ে অংশ নিয়েছেন চিত্রনায়িকা পরীমনি, ফজলুর রহমান বাবু, মনিরা মিঠু ও অন্যরা। পরবর্তী পর্যায়ে শুটিংয়ে যোগ দেবেন নায়ক সিয়াম আহমেদ, সুবর্ণা মুস্তাফা ও আনন্দ খালেদসহ অন্যরা। মঙ্গলবার শুটিং শুরুর আগে ক্ল্যাপস্টিক দিয়ে আনুষ্ঠানিকভাবে ছবির মহরত অনুষ্ঠিত হয়। ক্ল্যাপস্টিক হাতে মহরতের উদ্বোধন করেন নায়িকা পরীমনি। ‘বিশ্বসুন্দরী’-এর মাধ্যমে আড়াই বছর পর ক্যামেরার সামনে দাঁড়ালেন তিনি। তার অভিনীত শেষ ছবি গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘স্বপ্নজাল’।

---

এদিকে ফরিদপুরে প্রথম পর্যায়ের শুটিংয়ের উদ্বোধনে আবেগাপ্লুত হয়ে পড়েন পরিচালক চয়নিকা চৌধুরী। বলেন, ‘আমি সংখ্যাতত্ত্বে বিশ্বাস করি না। এরপরও ভাবতে ভালো লাগছে, ২০০১ সালের ১৮ আগস্ট নাট্যপরিচালক হিসেবে দর্শক প্রথম আমাকে চিনেছিলেন। ১৮ বছর পর ১৮ তারিখেই চলচ্চিত্রের শুটিংয়ে ক্যামেরার সামনে দাঁড়ালাম। ২০০১ সালের ১৮ আগস্ট দিনটিও ছিল মঙ্গলবার। এবারও মঙ্গলবারই প্রথম চলচ্চিত্রের শুটিং শুরু হলো। পুরো বিষয়টিই কাকতালীয়।’

চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে নিজের প্রথম চলচ্চিত্রের নাম ঘোষণা করেছিলেন চয়নিকা চৌধুরী। ক্যারিয়ারের প্রথম চলচ্চিত্র নিয়ে আশাবাদের কথাও এদিন জানান নির্মাতা। বলেন, দীর্ঘদিন ধরে এ ছবির গল্প, চরিত্র ও শুটিং লোকেশন নিয়ে কাজ করেছি। শুটিং–পূর্ববর্তী কাজে সন্তুষ্ট না হয়ে আমরা কেউই এই স্বপ্নের প্রকল্পের কাজ শুরু করতে চাইনি। আমি আশাবাদী, সবাই মিলে দর্শকদের মন ছুঁয়ে যাওয়ার মতো একটি চলচ্চিত্র উপহার দিতে পারব।’

বাংলাদেশ সময়: ১২:২৪:১৮   ১৪৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ