ইতালি বাংলাদেশের রাষ্ট্রদূতের সার্বিয়ার প্রেসিডেন্টের কাছে পরিচয়পত্র পেশ

প্রথম পাতা » আন্তর্জাতিক » ইতালি বাংলাদেশের রাষ্ট্রদূতের সার্বিয়ার প্রেসিডেন্টের কাছে পরিচয়পত্র পেশ
বৃহস্পতিবার, ৪ জুলাই ২০১৯



---

ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুচিকের কাছে নিজ পরিচয়পত্র পেশ করেছেন।

তিনি সার্বিয়া ও আলবেনিয়ার সমবর্তী দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত রয়েছেন। ২৫ জুন সার্বিয়ান প্রেসিডেন্টের প্রাসাদে অত্যন্ত জাঁকজমকপূর্ণ রাষ্ট্রীয় আচার অনুসরণ করে পরিচয়পত্র পেশ করা হয়।

এসময় সার্বিয়ার প্রেসিডেন্টের সঙ্গে সংক্ষিপ্ত আলোচানায় রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার দু’দেশের দীর্ঘদিনের দ্বিপাক্ষিক বন্ধুত্বপূর্ণ সর্ম্পকের বিষয়ে তুলে ধরেন এবং এ সম্পর্ক ‍উত্তোরোত্তর বৃদ্ধি পাচ্ছে বলে অভিহিত করেন।

রাষ্ট্রদূত জানান, দু্’দেশের বাণিজ্য সম্পর্ক বৃদ্ধির অনেক সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে তিনি দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে কাজ করছেন। শীঘ্রই সার্বিয়াতে একটি বাণিজ্য প্রতিনিধিদল পাঠাবেন বলে তিনি সার্বিয়ার রাষ্ট্রপতিকে অবহিত করেন।

তিনি উল্লেখ করেন যে, সার্বিয়া বাংলাদেশ থেকে তৈরি পোশাক, সিরামিক, পাট ও পাটজাত পণ্য, চামড়া ও চামড়াজাত পণ্য, ফার্মাসিউটিক্যালস আমদানি করতে পারে। রাষ্ট্রদূত প্রেসিডেন্টকে সার্বিয়ার প্রয়োজন অনুযায়ী দক্ষ ও অদক্ষ মানবসম্পদ সরবরাহে বাংলাদেশের সক্ষমতার বিষয়টিও অবহিত করেন।

এসময় সার্বিয়ার প্রেসিডেন্ট দু’দেশের বিদ্যমান সর্ম্পকের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন এবং আগামী দিনগুলোতে এ সম্পর্ক আরো শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেন।
সার্বিয়ার প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন করেন বাংলাদেশে রোহিঙ্গা শরনার্থীদের আশ্রয় প্রদানের জন্য।

বাংলাদেশ সময়: ১৪:১৮:০৯   ১২৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


কানাডায় এলোপাথাড়ি গোলাগুলি, চার বাংলাদেশি আহত
মিয়ানমারের সামরিক অভ্যুত্থান ব্যর্থ করতে চায় জাতিসংঘ - গুতেরেস
ব্রাজিলে করোনায় ২ লাখ ২৭ হাজার ৫৬৩ জনের মৃত্যু
করোনায় বিশ্বে মৃত্যুর সংখ্যা ২২ লাখ ৭৬ হাজার ছাড়াল
ঘরের মাঠে টানা দ্বিতীয় হার লিভারপুলের
ফেসবুক বন্ধ করল মিয়ানমারে সামরিক জান্তা
করোনার বিরুদ্ধে ৯২ শতাংশ কার্যকর স্পুটনিক ভি
করোনার ছোবলে থামছে না প্রাণহানি, মৃত্যুর সংখ্যা ২২ লাখ ৪৭ হাজার
মিয়ানমার ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক আজ
তুর্কি নিয়ন্ত্রিত উত্তর সিরিয়ায় গাড়ি বোমা বিস্ফোরণে ১২ জন নিহত

আর্কাইভ