পাক প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানালেন ট্রাম্প, কী করবেন ইমরান খান?

প্রথম পাতা » আন্তর্জাতিক » পাক প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানালেন ট্রাম্প, কী করবেন ইমরান খান?
বৃহস্পতিবার, ৪ জুলাই ২০১৯



---

দুই দেশের পারস্পরিক সম্পর্ক উন্নয়নে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের প্রধানমন্ত্রী ইরমান খানকে ওয়াশিংটনে আমন্ত্রণ জানিয়েছেন।

বৃহস্পতিবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ খবর জানিয়েছে। দুই দেশের মধ্যে চলতে থাকা বৈরী সম্পর্ক উন্নয়ন করতে এ বৈঠক সাহায্য করবে বলে জানানো হয়।

তবে এ বৈঠকে সম্মতি জানিয়েছেন পাক প্রধানমন্ত্রী। এ মাসের শেষের দিকে ওয়াশিংটনে বৈঠকে বসবেন ইমরান খান।

গত বছরের শেষ দিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেন, কোটি কোটি ডলারের সহায়তা নেয়া ছাড়া যুক্তরাষ্ট্রের জন্য পাকিস্তান কিছুই করেনি।

এদিকে আফগানিস্তানে দীর্ঘদিন মার্কিন আধিপত্য বজায় থাকায় পাকিস্তান বিষয়টি ভালোভাবে নেয়নি।

ফেব্রয়ারিতে ট্রাম্প বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র সম্পর্ক উন্নয়নের জন্য পাকিস্তানের সঙ্গে আলোচনায় প্রস্তুত।

পাক পররাষ্ট্র দফতরের এক বিবৃতিতে জানানো হয়, প্রধানমন্ত্রী ইমরান খান ওয়াশিংটনের পাঠানো আমন্ত্রণ গ্রহণ করেছেন। চলতি মাসের ২২ তারিখে ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন।

এতে আরও বলা হয়, দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার বিষয়ে মনোযোগ দেয়া হবে।

বাংলাদেশ সময়: ২১:৩৬:৫৫   ১৪৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


কানাডায় এলোপাথাড়ি গোলাগুলি, চার বাংলাদেশি আহত
মিয়ানমারের সামরিক অভ্যুত্থান ব্যর্থ করতে চায় জাতিসংঘ - গুতেরেস
ব্রাজিলে করোনায় ২ লাখ ২৭ হাজার ৫৬৩ জনের মৃত্যু
করোনায় বিশ্বে মৃত্যুর সংখ্যা ২২ লাখ ৭৬ হাজার ছাড়াল
ঘরের মাঠে টানা দ্বিতীয় হার লিভারপুলের
ফেসবুক বন্ধ করল মিয়ানমারে সামরিক জান্তা
করোনার বিরুদ্ধে ৯২ শতাংশ কার্যকর স্পুটনিক ভি
করোনার ছোবলে থামছে না প্রাণহানি, মৃত্যুর সংখ্যা ২২ লাখ ৪৭ হাজার
মিয়ানমার ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক আজ
তুর্কি নিয়ন্ত্রিত উত্তর সিরিয়ায় গাড়ি বোমা বিস্ফোরণে ১২ জন নিহত

আর্কাইভ