আল হাদিস
বিসমিল্লাহির রাহমানির রাহিম
আল কোরআন
১১৩. আর ইয়াহুদীরা বলে, ‘খ্রিস্টানরা কোন বিষয়ের উপর নেই’ এবং খ্রিস্টানরা বলে, ‘ইয়াহুদীরাও কোন বিষয়ের উপর নেই’ অথচ তারা কিতাব পাঠ করে। এমনিভাবে যারা মূর্খ, তারাও ওদের কথার অনুরূপ কথা বলে থাকে; অতএব, যে বিষয়ে তারা মতবিরোধ করেছিল, কিয়ামতের দিন আল্লাহ তাদের মধ্যে এ বিষয়ে মীমাংসা করে দিবেন।
আল হাদিস
প্রচেষ্টা, সংগ্রাম, সাধনা
আনাস রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত: “নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম তাঁর রব্ব-এর কাছ থেকে বর্ণনা করেন, আল্লাহ্ বলেন: বান্দা যখন আমার দিকে এক বিঘত পরিমাণ অগ্রসর হয়, আমি তখন তার দিকে এক বাহু পরিমাণ অগ্রসর হই। সে যখন আমার দিকে এক বাহু পরিমাণ এগিয়ে আসে, আমি তখন তার দিক দু’বাহু পরিমাণ অগ্রসর হই। বান্দা যখন আমার কাছে হেঁটে আসে, আমি তার দিকে দৌড়ে যাই।”
[বুখারী: ৭৫৩৬]
বাংলাদেশ সময়: ১১:৩৭:৫২ ১৬৫ বার পঠিত