ঢাকা, ৫ জুলাই, ২০১৯ নিউজটুনারায়ণগঞ্জ :বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি দ্য স্টেট দুমা অব দ্য ফেডারেল এসেম্বলি অব দ্য রাশিয়ান ফেডারেশনের আমন্ত্রণে দ্য সেকেন্ড ইন্টারন্যাশনাল ফোরাম “ডেভেলপমেন্ট অব পার্লামেন্টারিজম ২০১৯” শীর্ষক তিন দিনব্যাপী (১-৩ জুলাই) কনফারেন্সে অংশগ্রহণ শেষে আজ সকালে ঢাকা ফিরেছেন।
কনফারেন্সে ড. শিরীন শারমিন চৌধুরী ‘‘ইন্টার-পার্লামেন্টারী কো-অপারেশন: প্রিন্সিপলস, ট্রেন্ডস এন্ড ইনস্টিটিউট” শীর্ষক সেশনে বক্তৃতা করেন।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বুধবার সন্ধ্যায় মস্কোয় ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে “ডেভেলপমেন্ট অব পার্লামেন্টারিজম-২০১৯” কনফারেন্সের সমাপ্তি ঘোষণা করেন। সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি উপস্থিত ছিলেন।
স্পীকারকে স্বাগত জানাতে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমদ খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১১:৪৫:২১ ২৫৩ বার পঠিত