আল কোরআন
বিসমিল্লাহির রাহমানির রাহিম
সূরা আন আম
মক্কায় অবতীর্ণ
আয়াত : ১৬৫; রুকূ : ২০
অষ্টম পারা
১৪২. গবাদি পশুর মধ্যে কতক ভারবাহী ও কতক ক্ষুদ্রাকার পশু সৃষ্টি করেছেন, আল্লাহ যা কিছু দান করেছেন তোমরা তা খাও, আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, নিঃসন্দেহে সে তোমাদের প্রকাশ্য শত্রু।
আল হাদিস
২৮ নং পরিচ্ছেদ
কবিরা গুনাহ ও সবচেয়ে বড় গুনাহের বিবরণ
৫৫। আনাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা)-কে কবীরা গুনাহ সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বললেন, “কবীরা গুনাহ হলো আল্লাহর সাথে কাউকে শরিক করা, পিতামাতার নাফরমানী করা, মানুষ হত্যা করা ও মিথ্যা সাক্ষ্য দেয়া।
(বুখারী-কিতাবুশ্ শাহাদাহ)
বাংলাদেশ সময়: ১৪:৪০:৩৫ ১৪১ বার পঠিত