অভিনয় জীবনে নাম লিখিয়েই জাতীয় পুরস্কারের স্বীকৃতি শশীকে এনে দেয় রাতারাতি তারকাখ্যাতি। অভিনেত্রী সুচন্দার জহির রায়হানের উপন্যাস নিয়ে নির্মিত ছবি ‘হাজার বছর ধরে’ শশী চলচ্চিত্রে নাম লিখিয়েই জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। অবশ্য এরপর শশেকে আর চলচ্চিত্রে ব্যস্ত থাকতে দেখা যায় নি। তিনি ছোটপর্দায় বেশ ব্যস্ত হয়ে পড়েন এবং টিভি নাটকের একজন জনপ্রিয় অভিনেত্রী হয়ে উঠেন। ইদানিং নতুন নতুন নাটকের শুটিং নিয়ে বেশ ব্যস্ত সময় যাচ্ছে তার। নতুন খবর হলো আনিসুর রহমান মিলন-শশী জুটি এবারই প্রথম কাহিনীচিত্রে অভিনয় করেছেন। ময়না আজমেরীর কাহিনী অবলম্বনে বরুণ সরকারের চিত্রনাট্যে এম এ আউয়াল পিন্টুর নির্দেশনায় কাহিনীচিত্রটির নাম ‘খেয়াল পোকা’। ইতোমধ্যে রাজধানীর উত্তরায় নাটকটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। নির্মাতা এম এ আউয়াল পিন্টু বলেন, দর্শক এই কাহিনীচিত্রে আমাদের সমাজের ঘটে যাওয়া ঘটনারই প্রতিচ্ছবি খুঁজে পাবেন। নাটকটি শিগগিরই একটি বেসরকারি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে।
উল্লেখ্য প্রয়াত শফিকুল ইসলাম ভৈরবী পরিচালিত ‘শোয়াচান পাখি’ নামে একটি ছবিতে আনিসুর রহমান মিলন ও শশী জুটি হয়ে অভিনয় করেছিলেন। কিন্তু ছবিটির পরিচালকের আকস্মিক মৃত্যুর কারণে আর আলোর মুখ দেখেনি।
বাংলাদেশ সময়: ১৪:৫৬:০৩ ১১৫ বার পঠিত