হেডিংলির লিডসে আজ (শনিবার) বাংলাদেশ সময় বেলা সাড়ে তিনটায় মুখোমুখি হবে এশিয়ার দুই দল ভারত ও শ্রীলঙ্কা। ইতোমধ্যেই টুর্নামেন্ট ছিটকে যাওয়ায় শ্রীলঙ্কার জন্য আজকের ম্যাচটি শুধুই নিয়মরক্ষার। তবে ভারতের সামনে সুযোগ এই ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান শক্ত করার।
চলুন দল দুটি মাঠে নামার আগে তাদের মুখোমুখি লড়াইয়ের বেশ কিছু পরিসংখ্যানগুলো জেনে নেয়া যাক :
১. ওয়ানডে ক্রিকেটে মুখোমুখি ১৫৮ লড়াইয়ে জয়ের পাল্লা ভারী ভারতের পক্ষে। শ্রীলঙ্কার ৫৬ জয়ের বিপরীতে তাদের জয় ৯০ ম্যাচে। বাকি ১২ ম্যাচের ১টি টাই এবং পরিত্যক্ত ১১ ম্যাচ।
২. বিশ্বকাপে অবশ্য ভারতের থেকে এগিয়ে আছে শ্রীলঙ্কা। ৮ বারের মুখোমুখি দেখায় যেখানে ভারত জিতেছে ৩ ম্যাচ, সেখানে ৪ জয় শ্রীলঙ্কার। বাকি ১ ম্যাচ রয়ে যায় অমীমাংসিত।
৩. দলীয় সর্বোচ্চ :
ভারত : ৪১৪/৭, রাজকোট, ২০০৯
শ্রীলঙ্কা ৪১১/৮, রাজকোট, ২০০৯
৪. দলীয় সর্বনিম্ন :
ভারত : ৫৪/১০, শারজাহ, ২০০০
শ্রীলঙ্কা : ৯৬/১০, শারজাহ, ১৯৮৪
৫. ব্যক্তিগত সর্বোচ্চ রান :
শচীন টেন্ডুলকার- ৮০ ইনিংসে ৩১১৩ রান
সনাৎ জয়সুরিয়া- ৮৫ ইনিংসে ২৮৯৯ রান
৬. ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস :
রোহিত শর্মা- ২৬৪, কলকাতা, ২০১৪
সনাৎ জয়সুরিয়া- ১৮৯, শারজাহ, ২০০০
৭. ব্যক্তিগত সর্বোচ্চ উইকেট :
জহির খান- ৪৮ ইনিংসে ৬৬ উইকেট
মুত্তিয়া মুরালিধরন- ৫৯ ইনিংসে ৭৪ উইকেট
৮. ব্যক্তিগত সেরা বোলিং :
আশিস নেহরা- ৬-৫৯, কলম্বো (আরপিএস), ২০০৯
মুত্তিয়া মুরালিধরন- ৭/৩০, শারজাহ, ২০০০
বাংলাদেশ সময়: ১৫:০৯:২৩ ৮৯ বার পঠিত